রবের্ত লেভানদোভস্কি নাকি জ্লাতান ইব্রাহিমোভিচ? গোল করে জবাবটা যেন নিজেই লিখে দিলেন প্রথম জন। সুইডেনের চাপ সামলে দ্বিতীয়ার্ধের শুরুতেই জালে বল পাঠালেন পোলিশ তারকা। খানিক পর প্রতিপক্ষের ভুলে আরেকটি গোল আদায় করে নিল তারা। ঘরের মাঠে দারুণ জয়ে কাতার বিশ্বকাপে পা রাখল পোল্যান্ড।
Published : 30 Mar 2022, 02:45 AM
লা পাসের উচ্চতায় জিতে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল
শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া আর্জেন্টিনার
পোল্যান্ডের শহর খজুফে মঙ্গলবার রাতে বাছাইয়ে প্লে-অফের ‘বি’ গ্রুপের ফাইনালে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিওতর জিয়েলিন্সকি।
ম্যাচের শুরুতে চাপ বাড়ানো সুইডেন ১৮তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ডি-বক্সে আলেক্সান্দার ইসাকের পাস ধরে এমিল ফর্সবার্গ নিচু কোনাকুনি শট নেন, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভয়জেখ স্ট্যাসনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লেভানদোভস্কির সফল স্পট কিকে এগিয়ে যায় পোল্যান্ড। মিডফিল্ডার জেকোস ক্রিখোভিয়াক ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা।
গত দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লেভানদোভস্কির আন্তর্জাতিক ফুটবলে ১২৯ ম্যাচে গোল হলো ৭৫টি।
৭২তম মিনিটে বিপজ্জনক সীমানায় বল হারান সুইডিশ ডিফেন্ডার মার্কান দানিয়েলসন। সেই সুযোগে বল ধরে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন নাপোলির মিডফিল্ডার জিয়েলিন্সকি।
আক্রমণের ধার বাড়াতে ৭৯তম মিনিটে দানিয়েলসনকে বসিয়ে অভিজ্ঞ স্ট্রাইকার ইব্রাহিমোভিচকে নামান কোচ। কিন্তু ৪০ বছর বয়সী এসি মিলান তারকা কোনো প্রভাব রাখতে পারেননি।
বরং ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যেন আরও আত্মবিশ্বাসী হযে ওঠে পোল্যান্ড। বাকি সময়ে দারুণ কয়েকটি সুযোগও পায় তারা। সেগুলো কাজে লাগাতে না পারলেও তাদের উৎসবে কোনো ভাটা পড়েনি।
চার বছর আগের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্ট সুইডেন এবার বাছাইপর্বও পার হতে পারল না।
অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মঞ্চে জায়গা করে নিল পোল্যান্ড। রাশিয়ার আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল তারা। লেভানদোভস্কির কাঁধে চড়ে এবার নিশ্চয় বড় স্বপ্ন দেখছে দলটি।