স্প্যানিশ ফুটবল
বদলি হিসেবেও মাঠে না নামানোয় ‘ওয়াটার কুলারে’ লাথি মারেন আনসু ফাতি, কোচের ডাকে সাড়া না দিয়ে সরাসরি ড্রেসিং রুমে চলে যান এক্তর ফোর্ত।
Published : 21 Apr 2025, 08:35 PM
লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ না পেয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখান আনসু ফাতি ও এক্তর ফোর্ত, তা ভালোভাবে নেননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। অসন্তোষ প্রকাশ করে জার্মান কোচ বললেন, ওই দুজন যখন খেলার সুযোগ পাবেন তখন তাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া দেখতে চান তিনি।
ঘরের মাঠে গত শনিবারের ম্যাচটিতে ৬৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় পায় বার্সেলোনা।
ওয়ার্মআপ করার পরও বদলি হিসেবে না নামানোয় ডাগআউটের পাশে থাকা ‘ওয়াটার কুলারে’ লাথি মারেন ফরোয়ার্ড ফাতি। বেঞ্চে থাকা ডিফেন্ডার ফোর্তও হতাশা প্রকাশ করেন মাঠে নামার সুযোগ না পেয়ে।
শেষ বাঁশি বাজার পর ফ্লিকের সঙ্গে করমর্দন এড়িয়ে যান ফোর্ত। বিষয়টি লক্ষ্য করে সাইডলাইনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন কোচ, কিন্তু খুব একটা সাড়া না দিয়ে সরাসরি ড্রেসিং রুমে চলে যান ১৮ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার।
ঘরের মাঠেই লিগে মঙ্গলবার মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে দুই খেলোয়াড়ের ওইদিনের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্নে তাদের একটি বার্তা দেন ফ্লিক।
“আমি বুঝতে পারছি তারা হতাশ ছিল, কিন্তু তাদের ওভাবে প্রতিক্রিয়া দেখানোর কারণ বুঝতে পারছি না। মাঠে খেলার সময় তাদের সঠিক প্রতিক্রিয়া দেখতে চাই, কোনো ম্যাচ জয়ের পরে নয়।”
ফাতি ও ফোর্তের হতাশার কারণ অবশ্য বোধগম্য। এই মৌসুমে ক্লাবের হয়ে খুব বেশি খেলার সুযোগ তারা পাননি।
মৌসুমে তিন শিরোপার লড়াইয়ে আছে বার্সেলোনা। লা লিগার শীর্ষে আছে তারা দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেছে সেমি-ফাইনালে। আর কোপা দেল রের ফাইনালে আগামী শনিবার রেয়ালের মুখোমুখি হবে কাতালান দলটি।