জাতীয় ভারোত্তোলনে মাবিয়ার সোনা জয়

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার ৬৪ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন এসএ গেমসে দুটি সোনা জেতা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 03:25 PM
Updated : 29 Sept 2021, 03:25 PM

ন্যাশনাল ক্রীড়া পরিষদের পুরানো ভবনে বুধবার প্রতিযোগিতার তৃতীয় দিনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৭০ কেজি তুলে সেরা হন বাংলাদেশ আনসারের মাবিয়া। বাংলাদেশে সেনাবাহিনীর প্রীতিলা আক্তার মীলা (১৩৮ কেজি) দ্বিতীয় ও আনসারের উন্নতি বিশ্বাস (১৩২ কেজি) তৃতীয় হয়েছেন।

২০১৬ সালে শিলং ও গুয়াহাটির আসরে ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতা মাবিয়া ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু-পোখারার এসএ গেমসে সেরা হন ৭৬ কেজি ওজন শ্রেণিতে।

মেয়েদের ৭১ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (৭০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (৯০ কেজি) মিলিয়ে ১৬০ কেজি তুলে তিন বিভাগে জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন সেনাবাহিনীর রোকেয়া সুলতানা সাথী।

পুরুষ ৮১ কেজি ওজন শ্রেণিতে ২৬২ কেজি তুলে সেরা হয়েছেন আনসারের সুমন চন্দ্র রায়। সেনাবাহিনীর মনোরঞ্জন রায় স্ন্যাচে ১১৮ কেজি তুলে জাতীয় রেকর্ড গড়লেও সব মিলিয়ে ২৫৮ কেজি তুলে হয়েছেন দ্বিতীয়। বর্ডার গার্ড বিজিবির দুর্জয় হাজং ২৪৩ কেজি তুলে হয়েছেন তৃতীয়।

৮৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১২৫ কেজি তুলে জাতীয় রেকর্ড গড়েছেন আনসারের সাখায়েত হোসেন প্রান্ত; সব মলিয়ে ২৫৫ কেজি তুলে এ ইভেন্টে সেরা হয়েছেন তিনি। বাংলাদেশ জেলের রাজিবুর রহমান (২১৬ কেজি) দ্বিতীয় ও ময়মনসিংহের মুসলিম ইনিস্টিটিউটের প্রান্ত দে (২১৫ কেজি) হয়েছেন তৃতীয়।