হার দিয়ে হকির জুনিয়র এএইচএফ কাপ শুরু মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2019 11:57 PM BdST Updated: 15 Sep 2019 04:06 PM BdST
সিঙ্গাপুরের কাছে হেরে জুনিয়র এএইচএফ কাপ হকি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের মেয়েরা।
বাংলাদেশ হকি ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হারে দল।
শুরুর দিকে ভালো লড়াই করলেও ৪০তম মিনিটে প্রতিআক্রমণ থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর। শেষ কোয়ার্টারে আরও এক গোল খায় বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে দল। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়েছেন কোচ তারিকউজ্জামান নান্নু।
“প্রথম ম্যাচে শুরুর দিকে মেয়েরা দারুণ পারফর্ম করেছে। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে হারতে হয়েছে। তবে পরের ম্যাচগুলোতে আমরা পয়েন্ট না হারানোর চেষ্টা করব।”
এ আসরের সেরা দুই দল পাবে ২০২০ সালের জুনিয়র এশিয়া কাপে খেলার টিকেট।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও