সাম্পাওলিকে যা ইচ্ছা বলতে দিন: আগুয়েরো

ক্রোয়েশিয়ার কাছে হারা ম্যাচ নিয়ে কোচ হোর্হে সাম্পাওলির মূল্যায়ন প্রসঙ্গে ওঠা প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 10:05 AM
Updated : 22 June 2018, 11:54 AM

রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনার শেষ ষোলোয় ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গোলরক্ষক উইলি কাবাইয়েরো ক্রোয়েশিয়ার আন্তে রেবিচের পায়ে বল তুলে দিয়ে আর্জেন্টিনাকে প্রথম গোল খাওয়ান। এরপর দুই তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ ও ইভান রাকিতিচের গোলে জিতে শেষ ষোলোয় ওঠে ক্রোয়েশিয়া।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা কোচ সাম্পাওলি জানান তার কৌশলের সঙ্গে খেলোয়াড়রা মানিয়ে নিতে পারেনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ আগুয়েরো বলেন, “তিনি যা চান, তাকে তাই বলতে দিন।”

“আমার রাগ ও দুঃখ হচ্ছে। অবশ্য এখনও আমাদের সুযোগ আছে।”

আর্জেন্টিনাকে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দুই ম্যাচের ফলের ওপর। আগুয়েরো শেষ ম্যাচ জয়ের চেষ্টার প্রতিশ্রুতি দিলেন।

“আমরা এখন অন্যের ওপর নির্ভর করছি কিন্তু এখনও আশা আছে; আলৌকিক কিছুর। আমাদের অপেক্ষা করতে হবে এবং নাইজেরিয়াকে হারানোর চেষ্টা করতে হবে।”