‘মেয়েদের মতো কাঁদছিল আর্জেন্টিনা’

আর্জেন্টিনার ওপর ক্রোয়েশিয়া দাপট দেখিছে বলে মনে করেন দেশটির ডিফেন্ডার শিমে ভারসালকো। তার দাবি, ‘মেয়েদের মতো কাঁদছিল’ আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 09:48 AM
Updated : 22 June 2018, 11:56 AM

বৃহস্পতিবার নিজনি নভগোরোদে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করেন আন্তে রেবিচ, লুকা  মদ্রিচ ও ইভান রাকিতিচ।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোলরক্ষক উইলি কাবাইয়েরোর মারাত্মক ভুলে গোল হজম করার পরই পিছিয়ে পড়তে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য ছিল হোর্হে সাম্পাওলির এমন দাবি উড়িয়ে দিয়ে ভারসালকো বলেন, “আমি জানি না তিনি কোন খেলাটা দেখছিলেন, আমি দেখলাম মাঠে পড়ে আর্জেন্টাইনরা মেয়েদের মতো কাঁদছে।”

“আমরা ছিলাম দৃঢ় ও তুলনামূলক ভালো, তুলনামূলক ভালো সুযোগও পেয়েছিলাম। দ্বিতীয় রাউন্ডে উঠতে তাদের পরের ম্যাচে (নাইজেরিয়ার বিপক্ষে) ভালো করতেই হবে; যদি তারা উঠতে পারে আর কি।”

মঙ্গলবার সেন্ত পিতার্সবুগে বাংলাদেশ সময় রাত বারোটায় নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শেষ ষোলোতে উঠতে এতে জয়ের পাশাপাশি ভাগ্যের সাহায্যও লাগবে আর্জেন্টিনার।