স্বপ্নের দেখা পেয়েছেন দিবালা
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2017 05:33 PM BdST Updated: 12 Apr 2017 08:08 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ইউভেন্তুসের জয়ে অনবদ্য অবদান রাখার পর পাওলো দিবালা জানিয়েছেন, শৈশবের স্বপ্নের দেখা পেয়েছেন তিনি।
নিজেদের মাঠে মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারায় ইউভেন্তস। প্রথমার্ধে জোড়া গোল করে এই জয়ে বড় ভুমিকা রাখেন দিবালা। দ্বিতীয়ার্ধে অপর গোলটি করেন জর্জো কিয়েল্লিনি।
সেরি আ চ্যাম্পিয়নদের কাছে এই পরাজয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতাটির চলতি আসর থেকে আবারও বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে লুইস এনরিকের দলের। এর আগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে এমন শঙ্কায় পড়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু নিজেদের মাঠে ফিরতি লেগে ইতিহাস গড়া এক জয় নিয়ে সে যাত্রায় রেহাই পায় তারা
বার্সেলোনাকে হারানোর পর ইতালির মিডিয়াসেট প্রিমিয়ামকে দিবালা বলেন, “আমি অনেক খুশি-খুব খুশি। কারণ, শৈশবে আমি এই মুহূর্তগুলোর সঙ্গে থাকতে চেয়েছিলাম। আজ আমি এটার দেখা পেয়েছি।”
“এই অর্জনে নিশ্চিতভাবে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমরা জানি যে, দ্বিতীয় লেগে আমাদের ইতিবাচক একটি ফল দরকার এবং গোল হজম করা চলবে না। এখানে (বার্সেলোনার মাঠে) এটা কঠিন হবে। কঠিন কারণ আমরা সবাই (পিএসজির বিপক্ষে) এটা দেখেছি।”
“কিন্তু আমরাও দুর্দান্ত একটি দল এবং এটা করার জন্য আমরা একসঙ্গে কাজ করতে পারি।”
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো