উন্নতি না করলে বার্সার ঘুরে দাড়ানো ‘অসম্ভব’

ইউভেন্তুসের কাছে প্রথম লেগে বড় ব্যবধানে হারায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে বার্সেলোনা। উন্নতি করতে না পারলে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানো ‘অসম্ভব’ হবে বলে মনে করেন দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 01:20 PM
Updated : 12 April 2017, 02:08 PM

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারায় ইউভেন্তস।
 
শেষ ষোলোর প্রথম লেগেও পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে এমন শঙ্কায় পড়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু নিজেদের মাঠে ফিরতি লেগে ৬-১ গোলের ইতিহাস গড়া এক জয় নিয়ে সেবার রেহাই পায় তারা। এবার ইউভেন্তুসের বিপক্ষে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর নিশ্চয়তা দেখছেন না ইনিয়েস্তা।
   
টিভিথ্রিকে এই মিডফিল্ডার বলেন, “আমরা কিছু বাজে কাজ করেছি, বিশেষ করে প্রথমার্ধে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ আপনাকে এই দুই গোলের (প্রথমার্ধে) শাস্তি দিল। দ্বিতীয়ার্ধে আমরা ভিন্ন কিছু দেখেছি। এই সময়ে আমরা একটি গোল পেতে পারতাম।”
 

“অনুভূতি এতটা হতাশাপূর্ণ নয়, যেমনটা প্যারিসে ছিল। কিন্তু নকআউট পর্বে আরও একবার আমাদের খুব কঠিন কাজ করতে হবে। আমাদের যা করা দরকার তেমনটা করতে পারলে আমরা লড়াইয়ে ফিরবো। যদি না পারি, তাহলে এটা অসম্ভব হবে।”
কাম্প নউয়ে ফিরতি লেগের ম্যাচটি হবে আগামী ১৯ এপ্রিল।