উত্তর বারিধারা-ফেনীর অবনমন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2017 09:38 PM BdST Updated: 10 Jan 2017 09:38 PM BdST
প্রিমিয়ার লিগের অবনমন এড়ানোর প্লে-অফ ম্যাচ খেলতে মাঠে না আসা উত্তর বারিধারা ও ফেনী সকারকে শাস্তি হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশিপ লিগে নামিয়ে দিয়েছে ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া করা হয়েছে আর্থিক জরিমানাও।

“দুটি প্লে-অফ ম্যাচের কোনোটিই খেলতে না আসায় ডিসিপ্লিনারি কোড অনুযায়ী ফেনী সকার ও উত্তর বারিধারা ক্লাব অবনমিত হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাবে। কোডের ৫২ ধারা অনুযায়ী দুটি দলকে ৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।”
“যদি দুটি দল এক মাসের মধ্যে জরিমানা না দেয়, তাহলে বিষয়টি আবার ডিসিপ্লিনারি কমিটিতে উঠবে।”
২২ ম্যাচে ১৮ করে পয়েন্ট দুই দল ২০১৫-১৬ মৌসুমের লিগ শেষ করে। গোল পার্থক্যে এগিয়ে থাকা ফেনী সকার বারো দলের মধ্যে একাদশ ও উত্তর বারিধারা দ্বাদশ হয়। লিগের বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হলে দুটি প্লে-অফ ম্যাচ রাখা হয়। কিন্তু দুই দল কোনো প্লে-অফ খেলতে মাঠে আসেনি।
এছাড়া চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকেও শাস্তি দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচে রেফারিকে হুমকি দেওয়ার কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে দলটিকে।
এছাড়া মেয়েদের জেএফএ অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনকেও এক লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে ডিসিপ্লিনারি সভায়।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ফেব্রুয়ারির সেরা মেসি