লিওনেল মেসিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন ব্রেন্ডন রজার্স। তারকা এই ফরোয়ার্ড সেল্টিকে থাকলে তারা কাতালান ক্লাবটিকে হারাতে পারতো বলে বিশ্বাস স্কটিশ ক্লাবটির কোচ।
Published : 24 Nov 2016, 04:20 PM
গ্লাসগোতে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ২-০ ব্যবধানে হারে সেল্টিক। দুটি গোলই করেন মেসি। প্রথম পর্বে কাম্প নউয়ে মেসির হ্যাটট্রিকে ৭-০ গোলে হেরেছিল তারা।
মেসির অনুপস্থিতিতে গত শনিবার লা লিগায় মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। সেই ম্যাচের উদাহরণ টেনে রজার্স বলেন, "আমাদের বড় একটা সুযোগ থাকত। সে যে পার্থক্য গড়ে দেয়, তা আপনি সপ্তাহান্তের ম্যাচে (মালাগার বিপক্ষে) দেখবেন।"
"সে অসাধারণ এক খেলোয়াড়, অবিশ্বাস্য এক খেলোয়াড়। আর সব সময় গোলের জন্য উন্মুখ থাকে।"
বার্সেলোনার কাছে হেরে ইউরোপীয় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে সেল্টিক। ২ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের তলানিতে তারা
অন্য ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করায় গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে বার্সেলোনার। পাঁচ ম্যাচের চারটিতে জেতা বার্সেলোনার পয়েন্ট হলো ১২। প্রিমিয়ার লিগের ক্লাব সিটির পয়েন্ট ৮।