হেরে র‌্যাশফোর্ডের লাল কার্ডকে দুষছেন টেন হাগ

ইংলিশ ফরোয়ার্ডের লাল কার্ডই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে, মত ম্যানচেস্টার ইউনাইটেড কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 10:45 AM
Updated : 9 Nov 2023, 10:45 AM

কোপেনহেগেনের বিপক্ষে ২৮ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড পথ হারায় মার্কাশ র‌্যাশফোর্ড লাল কার্ড দেখার পর। ১০ জন নিয়ে খেলে এরপর আর পেরে ওঠেনি ইংলিশ ক্লাবটি। দুই অর্ধেরই শেষ দিকে দুটি করে গোল হজম করে হেরে যায় তারা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ ইংল্যান্ড ফরোয়ার্ডের এভাবে লাল কার্ড দেখা কোনোভাবেই মানতে পারছেন না এরিক টেন হাগ। ইউনাইটেড কোচ মনে করেন, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে সেই সিদ্ধান্তটিই।


‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার গাসমুস হয়লুনের জোড়া গোলে ২-০ লিড নেয় ইউনাইটেড। পরে বলের দখল নিতে গিয়ে একটি ফাউল করার পর ৪২তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন র‌্যাশফোর্ড। এক জন বেশি থাকার সুবিধা নিয়ে টেন হাগের দলকে চেপে ধরে বিরতির আগেই ২-২ সমতা টানে কোপেনহেগেন।

৬৭তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসে গোলে ফের এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু তাদের হতাশ করে শেষের দিকে দুই গোল করে ৪-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনিশ ক্লাবটি।


ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুরুতে হতাশা প্রকাশ করেন টেন হাগ। বলেন, র‌্যাশফোর্ডের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে স্বয়ং রেফারিও হয়তো নিশ্চিত ছিলেন না।


“আমি মনে করি, লাল কার্ড দেখার আগ পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। লাল কার্ডটাই সবকিছু বদলে দিয়েছে। এরপর এটি ভিন্ন ম্যাচ হয়ে যায়। বিষয়টি হতাশাজনক।”


“এটি একটি কঠিন সিদ্ধান্ত। সে বল দখলে নেওয়ার জন্য যাচ্ছিল। রিভিউ (ভিএআর) শেষ হয়ে গেল, তারপর (রেফারি) স্ক্রিনে দেখতে গেলেন। আমার মনে হয় রেফারিও নিশ্চিত ছিলেন না।”

এই হারে গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে নেমে গেছে ইউনাইটেড।
এই গ্রুপ থেকে ১২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে কোপেনহেগেন ও গালাতাসারাই।