নেদারল্যান্ডসের বিপক্ষে ফিরতি লেগেও এই ডিফেন্ডারকে স্পেন খেলাতে চেয়েছিল বলে সংবাদমাধ্যমের খবর।
Published : 21 Mar 2025, 11:41 PM
ম্যাচের পর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছিলেন, পাউ কুবার্সির চোট তেমন গুরুতর নয় এবং তিনি দলের সঙ্গেই থাকবেন। তবে সেটা আর হচ্ছে না। জাতীয় দল ছেড়ে ক্লাব বার্সেলোনায় ফিরছেন এই তরুণ ডিফেন্ডার।
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে ৪১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন কুবার্সি, ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। পরে জানা যায়, ডান অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, আগামী রোববার ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ফিরতি লেগেও তাকে খেলাতে চেয়েছিল স্পেন। আর বার্সেলোনা চাইছিল এই খেলোয়াড়কে ক্লাবে ফিরে পেতে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানায়, সেরে ওঠার জন্য ১৮ বছর বয়সী ফুটবলার ক্লাবে ফিরে যাবেন।
এখন শিগগিরই তাকে মাঠে ফিরে পাওয়ার আশায় থাকবে বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে কাতালান দলটি।
প্রাথমিকভাবে বার্সেলোনার মাঠে গত ৮ মার্চ হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু টিম হোটেলে কাতালান দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মারা যাওয়ার ঘটনায় খেলা শুরুর কিছুক্ষণ আগে ম্যাচটি স্থগিত করা হয়।
পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন নতুন তারিখ নির্ধারণ করলে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দুই ক্লাব। কিন্তু তাদের সেই আপিল খারিজ হয়ে যায়। এই ম্যাচে তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্দ আরাউহোকে বার্সেলোনার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত ২টায় উরুগুয়ে খেলবে বলিভিয়ার বিপক্ষে। পরদিন সকালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।
চোটের কারণে এরই মধ্যে ইনিগো মার্তিনেস ও মার্ক কাসাদোকে হারিয়েছে বার্সেলোনা।
২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল। তাদের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে, ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে আছে। মাদ্রিদের দুই দল একটি করে ম্যাচ বেশি খেলেছে।