অস্ট্রেলিয়ান ওপেন
বেন শেল্টনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় সিনার, শিরোপা লড়াইয়ে আলেক্সান্দার স্ফেরেফের মুখোমুখি হবেন তিনি।
Published : 24 Jan 2025, 07:45 PM
প্রথম সেটে লড়াই হলো তুমুল। পরের দুই সেটে পাত্তাই পেলেন না বেন শেল্টন। সরাসরি সেটে জিতে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন গতবারের জয়ী ইয়ানিক সিনার। ইতালিয়ান তারকার জয়ের ধারা পৌঁছে গেল টানা ২০ ম্যাচে।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৭-৬ (৭-২), ৬-২, ৬-২ গেমে জেতেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।
আগামী রোববারের ফাইনালে ২৩ বছর বয়সী সিনার খেলবেন আলেক্সান্দার স্ফেরেফের বিপক্ষে। প্রথম সেমি-ফাইনালে প্রথম সেটের পর মেলবোর্নে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ সরে দাঁড়ালে ফাইনালে জায়গা করে নেন র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা জার্মানির ২৭ বছর বয়সী স্ফেরেফ।
১৯৯৩ সালে জিম কুরিয়ারের পর সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে একাধিকবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সিনার। এখন প্রথম ইতালিয়ান হিসেবে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি তার সামনে।
আপাতত মেলবোর্নে আরেকবার ফাইনালে উঠতে পেরেই খুশি তিনি।
“আবার ফাইনালে ফিরে আসতে পেরে আমি খুশি। টুর্নামেন্টে রোববার বিশেষ দিন। আশা করছি, ফাইনাল উপভোগ করতে পারব।”
এক বছর আগে মেলবোর্নেই তিনি জেতেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। পরে ট্রফি উঁচিয়ে ধরেন ইউএস ওপেনে।
হার্ড-কোর্ট স্ল্যামেও (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) টানা ২০ ম্যাচ জিতলেন তিনি। হার্ড-কোর্ট স্ল্যামে সবশেষ তাকে হারাতে পেরেছেন স্ফেরেফ, ২০২৩ ইউএস ওপেনে।
সব মিলিয়ে এই দুজন এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন ছয়বার। যেখানে চারবার হেরেছেন সিনার।
স্ফেরেফ ক্যারিয়ারে আগে দুবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হেরেছেন, ২০২০ ইউএস ওপেন ও ২০২৪ ফরাসি ওপেন।