স্প্যানিশ ফুটবল
Published : 24 Jan 2025, 03:24 PM
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে রোনাল্দ আরাউহোর। কাতালান ক্লাবটিতে ২০৩১ সাল পর্যন্ত থাকছেন উরুগুয়ে ডিফেন্ডার।
বার্সেলোনার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল ২৫ বছর বয়সী আরাউহোর। নতুন চুক্তিতে তা পাঁচ বছর বাড়ল।
চোটের জন্য অনেক দিন বাইরে থাকা আরাউহোর ভবিষ্যৎ নিয়ে অনেক চর্চা হচ্ছিল গত কিছু দিন ধরে। ইউভেন্তুসসহ বেশ কিছু ক্লাবের আগ্রহের কথা গণমাধ্যমে আসছিল। তবে বার্সেলোনা সহ-অধিনায়ক আরও লম্বা সময়ের জন্য থেকে গেলেন কাম্প নউয়েই।
কাতালান ক্লাবটি বৃহস্পতিবার আরাউহোর নতুন চুক্তির কথা জানায়।
গত কোপা আমেরিকায় খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে মৌসুমের প্রথমার্ধে মাঠের বাইরে ছিলেন আরাউহো। এই সময়ে তরুণ পাউ কুবার্সি ও অভিজ্ঞ ইনিগো মার্তিনেস সামলেছেন বার্সেলোনার রক্ষণ।
মার্তিনেসের চোটে একাদশে ফেরার সুযোগ পান আরাউহো। বার্সেলোনার সবশেষ ছয় ম্যাচের চারটিতে তিনি ছিলেন শুরুর একাদশে।
উরুগুয়ের দল বোস্টন রিভার থেকে ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেন আরাউহো। ক্লাবের হয়ে এখন পর্যন্ত দেড়শর বেশি ম্যাচ খেলেছেন তিনি, ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।