‘এক ম্যাচে পাঁচবার বল লেগেছে পোস্টে, আমার ক্ষেত্রে এমন কিছু আগে কখনও হয়নি’ বললেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
Published : 30 Jul 2023, 10:25 AM
চিরপ্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে ৩-০ গোলে হারার পর এমনিতে ‘ভালো’ কিছু পাওয়া কঠিন। তবে ম্যাচ শেষে কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়ায় এই শব্দটিই উঠে এলো বারবার। বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হারের ম্যাচেও রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে ভালো অনেক কিছু দেখতে পাচ্ছেন কোচ। সেই ইতিবাচকতাকে সঙ্গী করেই তিনি এগিয়ে যেতে চান সামনে।
যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে শনিবার ডালাসে মুখোমুখি হয় স্পেনের বড় দুই ক্লাব। ম্যাচের ১৫তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। পরে শেষ দিকে একটি করে গোল করেন ফার্মিন লোপেস ও ফেরান তোরেস। অনেকগুলো সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ পারেনি একটিও কাজে লাগাতে।
এবারের আগে ২০১৭ সালে ও গত বছরও যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ।
প্রথম গোল হজমের মিনিট চারেক পরই গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিউস জুনিয়র। ক্রস বারে লেগে ফিরে আসে তার প্রবল গতির শট।
সেই শুরু, গোটা ম্যাচে আরও চারবার রিয়ালের গোলের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় গোলপোস্টে। ম্যাচ শেষে এটা নিয়ে আক্ষেপ করলেন আনচেলত্তি। কিন্তু দলের সার্বিক পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।
“আমরা ভালো ফুটবল খেলেছি। বেশ ভালো ম্যাচ ছিল এবং বল পায়ে ও বল ছাড়া আমরা ভালো খেলেছি। সুযোগও পেয়েছি আমরা এবং ম্যাচজুড়ে সক্রিয় ছিলাম। সবচেয়ে বাজে যেটা ছিল, ওদের প্রথম গোলের ক্ষেত্রে আমরা সেট-পিসে ভালো পজিশনে ছিলাম না। পরে বেশি ওপরে উঠে যাওয়ায় আরও দুটি গোল হজম করেছি। হেরে যাওয়াটা কষ্টের। তবে আমি মনোযোগ দিচ্ছি ভালো দিকগুলোয়।”
“একটি ম্যাচে পাঁচবার পোস্টে বল লাগা বেশ বিরল ব্যাপার। আমার ক্ষেত্রে তো কখনোই হয়নি। তবে এটা ভালো যে প্রাক-মৌসুমেই এমনটি হয়ে গেছে! মনে হচ্ছিল, প্রতিপক্ষের সামনে কোনো দেয়ালে যেন সবকিছু বাধা পড়ছে।”
এমনিতে ভিনিসিউসকে রিয়ালের পেনাল্টি শট নিতে সাধারণত দেখা যায় না। এ দিন এই ব্রাজিলিয়ানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি।
“আমরা নানা কিছু চেষ্টা করে দেখছি। মদ্রিচ তখন মাঠে ছিল না। বেনজেমা না থাকলে সাধারণত মদ্রিচই পেনাল্টি নিত। পেনাল্টি ভিনি নিতে পারে, মদ্রিচ নিতে পারে, রদ্রিগোও নিতে পারে। আজকে মিস করলেও ভিনি বেশ ভালো পেনাল্টি নেয়।”
“সে নতুন ধরনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজকে তিনবার ওর শট পোস্টে লেগেছে। গোল না করলেও খুব ভালো খেলেছে।”
রিয়ালের হয়ে এ দিন শুরুর একাদশে নামানো হয়নি লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে। আনচেলত্তি জানালেন, প্রস্তুতি ম্যাচ বলেই দলের তরুণদের বাজিয়ে দেখতে চেয়েছিলেন তিনি। দল হারলেও জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, অহেলিয়া চুয়ামেনিদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ।
“এই ধরনের চাপের ম্যাচে তরুণদের দেখতে চেয়েছিলাম আমি এবং ওরা নিজেদের মেলে ধরেছে। ক্রুস ও মদ্রিচ কতটা অবদান রাখতে পারে, তা আমি জানি। আজকে যারা বেশি সময় খেলতে পারেনি, পরের ম্যাচে তারা সুযোগ পাবে। তরুণরা একসঙ্গে ভালো খেলেছে এবং আস্তে আস্তে ওরা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি আমি।”
“নতুন একটি দল নামিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তরুণরা কীভাবে মানিয়ে নেয়। ভালোভাবেই হয়েছে। এই স্রোতেই এগিয়ে যেতে হবে আমাদের। কোনো পূর্নাঙ্গ স্ট্রাইকার ছাড়াও অনেক সুযোগ তৈরি করেছি আমরা।”
প্রস্তুতি পর্বে পরের ম্যাচে বুধবার ইউভেন্তুসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।