প্যারিস অলিম্পিকস
অলিম্পিকসের ইতিহাসে নারী সাঁতারু হিসেবে সর্বোচ্চ পদকের মালিক এখন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি।
Published : 02 Aug 2024, 10:34 PM
৮টি সোনা, ৪টি রুপা, ১টি ব্রোঞ্জ- সব মিলিয়ে যোগফল অলিম্পিকসে কেটি লেডেকির এখন পর্যন্ত অর্জন ১৩টি পদক। এতেই প্রাপ্তির চূড়ায় পা রেখেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। অলিম্পিকসের ইতিহাসে নারী সাঁতারু হিসেবে সবচেয়ে বেশি পদক যে এখন লেডেকিরই!
রিও দে জেনেইরো, টোকিও অলিম্পিকসের মতো দ্যুতি প্যারিসের লা দিফঁসা সুইমিংপুলে ছড়াতে পারছেন না লেডেকি; তবে যতটুকু ঝড় তুলছেন, তা-ই চূড়ায় ওঠার জন্য যথেষ্ট হয়ে গেছে।
রিও দে জেনেইরোর আসরে চারটি সোনা ও একটি রুপা পেয়েছিলেন লেডেকি। টোকিওর গত আসরে জেতেন ২টি করে সোনা ও রুপা। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকসে পেয়েছিলেন একটি সোনা।
২৭ বছর বয়সী এই মার্কিন সাঁতারু প্যারিসে ব্যক্তিগত প্রাপ্তির খাতা খুলেছিলেন ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতে। অলিম্পিকসে এটিই তার প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্রোঞ্জ পদক।
এরপর ১৫০০ মিটার ফ্রিস্টাইলে জিতেছেন সোনা। সবশেষ ২০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে লেডেকি পেয়েছেন রুপা। তাতেই বনে গেছেন ইতিহাসে সবচেয়ে ‘সফল নারী সাঁতারু’র খেতাব।
রেকর্ডের পাতায় যুক্তরাষ্ট্রের জেনি থম্পসন, ডারা টোরেস ও নাতালি কফলিন এবং অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওনকে পেছনে ফেলে সর্বোচ্চ (১৩টি) পদকজয়ী সাঁতারু এখন লেডেকি।
নারী-পুরুষ মিলিয়ে সব প্রতিযোগিতার হিসেবে অলিম্পিকসে সবচেয়ে বেশি পদকজয়ী লেডেকির স্বদেশি মাইকেল ফেলপস; ২৮টি। নারী অ্যাথলেট হিসেবে সবচেয়ে বেশি পদক সৌভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) লারিসা লাতিনিনার (১৮টি)।
অবশ্য লাতিনিনার একটি কীর্তির পাশে বসার সুযোগ এখনও লেডেকির সামনে আছে। অলিম্পিকসের ইতিহাসে রেকর্ড ৯টি সোনাজয়ী একমাত্র অ্যাথলেট লাতিনিনা।
চলমান প্যারিস অলিম্পিকসে লেডেকির বাকি আছে আর মাত্র একটি ইভেন্ট; ৮০০ মিটার ফ্রিস্টাইল। এই ইভেন্টে বাজিমাত করলে সেই চূড়ায় পা রাখার তৃপ্তি নিয়েই প্যারিস অলিম্পিকস শেষ হবে লেডেকির।