টেনিস: ফরাসি ওপেন
বছরের বাকি সময়ে নিজেকে ফিট রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ২১ বছর বয়সী ব্রিটিশ খেলোয়াড়।
Published : 20 May 2024, 04:20 PM
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের আঘাতে বেশ ভুগতে হয়েছে এমা রাডুকানুকে। এজন্য বারবার ফিটনেসজনিত বাড়তি সমস্যায়ও পড়েছেন তিনি। সেরকমই এক কারণে আসছে ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অল্প বয়সেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া এই ব্রিটিশ খেলোয়াড়।
এখন অবশ্য চোটে ভুগছেন না রাডুকানু। তবে বছরের বাকি সময়ে নিজেকে ফিট রাখার জন্যই ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সে ২০২১ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেন রাডুকানু, গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে আসা প্রথম খেলোয়াড় হিসেবে হন চ্যাম্পিয়ন। তবে পরে কোর্টে আর সেভাবে দ্যূতি ছড়াতে পারেননি তিনি।
ফর্মহীনতা আর চোটের ধাক্কায় র্যাঙ্কিংয়ে ক্রমেই পিছিয়েছেন রাডুকানু। গত বছর কব্জি ও অ্যাঙ্কেলের চোটের অস্ত্রোপচার করানো এই খেলোয়াড়ের বর্তমান র্যাঙ্কিং ২১২। ফলে এবারের ফরাসি ওপেনে সরাসরি সুযোগ পাননি তিনি, ওয়াইল্ডকার্ডও পাননি। সোমবার শুরু বাছাইপর্বে অংশ নেওয়ার কথা ছিল তার; কিন্তু আগের দিনই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।
গত মাসে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে হারের পর থেকে আর প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি রাডুকানু। বাছাই পেরিয়ে আসা আর্জেন্টিনার মারিয়া লোর্দেস কার্লের বিপক্ষে সেই ম্যাচে সরাসরি সেটে বিধ্বস্ত হওয়ার পর ভেঙে পড়েন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। ম্যাচের পর তিনি নিজেই বলেন, মানসিকভাবে তিনি বিপর্যস্ত।
আগামী ২৫ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের মূল পর্ব।