সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে রেয়াল মাদ্রিদে নতুন চুক্তির অপেক্ষায় ব্রাজিলিয়ান এই তারকা, ব্যালন দ’র অনুষ্ঠান বর্জন করা নিয়েও মুখ খুললেন তিনি।
Published : 04 Mar 2025, 10:58 AM
গুঞ্জনটি আগেও উড়িয়ে দিয়েছেন ভিনিসিউস জুনিয়র। তবু ডালপালা গজাচ্ছেই। প্রশ্নেরাও থেমে নেই। আসলেই কি সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তিনি? রেয়াল মাদ্রিদের তারকা আবার পরিষ্কার করেই বললেন, স্বপ্নের ক্লাবে প্রিয় মানুষদের আলিঙ্গনেই রয়ে যেতে চান তিনি। বরং দিন গুনছেন তিনি রেয়ালে নতুন চুক্তির।
রেয়াল মাদ্রিদে ভিনিসিউসের চুক্তি আছে ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। গত বছর ইএসপিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, এই উইঙ্গারকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব। ভিনিসিউস যদিও রাজি হননি তখন। তবে তার পিছু লেগেই আছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে, নেইমারের বিকল্প হিসেবে তাকে পেতে চায় আল হিলাল, এমন খবর প্রকাশিত হয়েছে স্পেনের সংবাদ মাধ্যমেই।
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সেমি-ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গেই ২৪ বছর বয়সী তারকা বললেন, রেয়াল ছাড়া অন্য কিছু তার ভাবনাতেও নেই।
“আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব।”
“আমি এখানে খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট… সবাই আমাকে এখানে অনেক ভালোভাসে। এখানকার চেয়ে ভালো আরও কোথায় থাকতে পারতাম না।”
রেয়াল মাদ্রিদের হয়ে তিনটি লা লিগা, দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ ১৪টি ট্রফি জেতা হয়ে গেছে তার। তবে তার স্বপ্নের সীমানা আরও বড়। এই ক্লাবের কিংবদন্তিদের কাতারে নাম লেখাতে চান তিনি।
“আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরও অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরও অনেক কিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।”
গতবছর ‘ফিফা দা বেস্ট’ স্বীকৃতি পেয়েছেন তিনি। তবে বেশি আলোড়ন ছিল তার ব্যালন দ’র জিততে না পারা ও শেষ মুহূর্তে অনুষ্ঠান বর্জন করা নিয়ে। গত কয়েক মাসে এটা নিয়ে নানা বিতর্ক-আলোচনা হয়েছে। এবার ভিনিসিউস বললেন, ক্লাবের নির্দেশনাই অনুসরণ করেছেন তিনি।
“ক্লাব আমাকে যা করতে বলে, আমি সেটাই করি। ক্লাব আমাকে বলেছিল মাদ্রিদে থাকতে, আমি থেকেছি।”