Published : 19 Jul 2023, 07:00 PM
জাতীয় দল ও ক্লাব পর্যায়ে এতদিন সাইফুল বারী টিটু কাজ করেছেন ছেলেদের নিয়ে। এবার সাবিনা-কৃষ্ণাদের হাল ধরলেন তিনি। আসছে এশিয়ান গেমসে নারী ফুটবল বিভাগে বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে অভিজ্ঞ এই কোচকে।
আগামী ২০ সেপ্টেম্বর চীনের হাংজুতে শুরু হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। ১৬ সেপ্টেম্বরে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড। বয়সভিত্তিক দলের দায়িত্ব মাহবুবুর রহমান লিটুকে দেওয়ার কথা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিদেশি কোচ আনার চেষ্টা চলছে বলেও জানালেন তিনি।
“অনেক দিন ধরে কোচ নিয়ে আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। ছোটন ভাই (গোলাম রব্বানী ছোটন) চলে যাওয়ার পর পলও (স্মলি) চলে গেছে। সামনে আমাদের দুটি প্রতিযোগিতা আছে-এশিয়ান গেমস ও এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই। জাতীয় দলের জন্য আজকে আমরা সাইফুল বারী টিটু ভাইকে দায়িত্ব দিয়েছি, একই সময়ে অনূর্ধ্ব-১৭ এর প্রতিযোগিতা থাকায় ওটার দায়িত্ব লিটু পালন করবে।”
“জাপান ও কোরিয়া দুই জায়গাতেই আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি, ব্যক্তিগতভাবেও আমি যোগাযোগ করছি। ওদের বলেছি, কিছু কোচের তালিকা পাঠাতে। কোচের কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, বেতন-ভাতার বিষয়-সবকিছু দেখার পর আমরা সিদ্ধান্ত নিব।”
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে ড্র করে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ ছোটনের বিদায়ের পর লিটুর অধীনে এই সিরিজ খেলেছিল মেয়েরা। দুই প্রীতি ম্যাচ ড্রয়ের পর ট্রফি নিষ্পত্তির টাইব্রেকারে ৪-২ গোলে নেপালের বিপক্ষে হেরেছিল দল।
গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে জাতীয় দলের অবস্থা টালমাটাল। হঠাৎ অবসরের যান সাজেদা খাতুন, আনুচিং মোগিনি, সিরাত জাহান স্বপ্না। চীনে পাড়ি জমান রক্ষণের নির্ভরতা আঁখি খাতুনও।
ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাওয়া দল নিয়ে কাজ করার চ্যালেঞ্জ অনুভব করছেন টিটু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৫০ বছর বয়সী এই কোচ অবশ্য চ্যালেঞ্জের পাশাপাশি মেয়েদের নিয়ে কাজ করার কিছু সুবিধার কথাও জানালেন।
“ছোটন এই দলটার সঙ্গে দীর্ঘদিন ছিল, পলও ছিল, ওরা ভালো কাজ করেছে, মেয়েরা সাফ জিতেছে, তাদের এগিয়ে নেওয়াটা অবশ্যই চ্যালেঞ্জিং। আঁখি নেই, স্বপ্না নেই, হয়ত এসব কারণে দলের শক্তি কিছুটা কমেছে, কিন্তু এখন ওগুলো নিয়ে ভাবছি না। ওদের ভালো দিকগুলো রেখে, যেদিকে একটু কমতি আছে, সেদিকে দৃষ্টি দিতে হবে আমাকে।”
“জাতীয় দলে কিংবা ক্লাব পর্যায়ে ছেলেদের নিয়ে হোক, মেয়েদের নিয়ে হোক, কাজের ধরন একই। তবে আমি মনে করি, মেয়েদের সাথে কাজ করার সুবিধাও আছে, মেয়েরা শৃঙ্খলাবদ্ধ, গোছালো এবং মনোযোগী। যদিও অন্তবর্তীকালীন দায়িত্ব, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
জাতীয় দলের পাশাপাশি মোহামেডান, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন টিটু।