রিকার্ভ পুরুষ এককের সেমি-ফাইনালে ভারতের প্রতিযোগীর বিপক্ষে হেরেছেন হাকিম আহমেদ রুবেল।
Published : 23 Feb 2024, 07:37 PM
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের মতো এককে ভালো করতে পারেননি বাংলাদেশের আর্চাররা। ফাইনালে উঠতে পারেননি হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফদের কেউই।
ইরাকের বাগদাদে চলমান এশিয়া কাপ-স্টেজ-১ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে শুক্রবার রিকার্ভ পুরুষ এককে ফাইনাল খেলার আশা জাগিয়েছিলেন রুবেল। কিন্তু সেমি-ফাইনালে ভারতের প্রতিযোগীর বিপক্ষে হেরে থামে তার পথচলা।
রুবেল ৬-৪ সেটে উজবেকিস্তানের আব্দুল খামিদভ শখজাখনকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন। একই ব্যবধানে ভারতের যাধব প্রবীণ রমেশের বিপক্ষে জিতে তিনি ওঠেন সেমি-ফাইনালে। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে ২-৬ সেটে হেরে যান ভারতের তরুণদীপ রাইয়ের বিপক্ষে।
আলিফ ০-৬ সেটে উজবেকিস্তানের প্রতিযোগীর কাছে হেরে বিদায় নেন শেষ ষোলো থেকে। এই রাউন্ডে সাগর ইসলাম ৪-৬ সেটে শ্রীলংকার ডি সিলভা সজীবের কাছে হেরে যান।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের শেষ ষোলোয় মেঘলা রানী ১৩৮-১৪৬ স্কোরে ভারতের কাউর পারনিতের বিপক্ষে হেরেছেন।