আন্তর্জাতিক ফুটবল
চোট পেয়ে ছিটকে গেছেন বার্সেলোনা ডিফেন্ডার ইনিগো মার্তিনেস।
Published : 17 Mar 2025, 06:40 PM
উয়েফা নেশন্স লিগে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে নামার আগে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলো স্পেন। চোট পেয়ে ছিটকে গেলেন বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। তার জায়গায় ডাক পেলেন বোর্নমাউথের সেন্টার-ব্যাক ডিন হাউসেন।
হাউসেনের প্রথমবার স্পেন জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি সোমবার দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
“ডান হাঁটুর চোটে স্পেন জাতীয় দল থেকে ছিটকে গেছেন ইনিগো মার্তিনেস। তার জায়গায় (স্পেন কোচ) লুইস দে লা ফুয়েন্তে বোর্নমাউথের ডিন হাউসেনকে দলে ডেকেছেন।”
বোর্নমাউথের জার্সিতে দারুণ ছন্দে থাকা ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্ম নেদারল্যান্ডসে। বয়সভিত্তিক ফুটবলে দেশটির প্রতিনিধিত্বও করেছেন তিনি। পরে স্পেনের জাতীয়তা বেছে নেন তিনি, ইতোমধ্যে দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাঠেও নেমেছেন।
ইউভেন্তুস যুব একাডেমিতে বেড়ে ওঠা হাউসেন ২০২৪ সালে বোর্নমাউথে নাম লেখান। ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা দলটির হয়ে চলতি মৌসুমে ২৭ ম্যাচ খেলেছেন এই তরুণ ফুটবলার।
এগিয়ে চলার ধারায় এবার তার সামনে আন্তর্জাতিক ফুটবলে পা রাখার হাতছানি। সেটাও আবার জন্মভূমির বিপক্ষে!
গত মৌসুমের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন নেশন্স লিগেরও শিরোপাধারী। মুকুট ধরে রাখার লক্ষ্যে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই লেগের ম্যাচ খেলবে তারা।আগামী বৃহস্পতিবার নেদারর্যান্ডসের মাঠ রটেরডামে হবে প্রথম লেগ। তিন দিন পর আগামী রোববার স্পেনের আঙিনা মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ।