চলতি মৌসুমে সেরি আতেও বেশ ছন্দে আছে দলটি।
Published : 25 Apr 2025, 03:37 PM
প্রথম লেগে বড় জয়ের পর, ফিরতি দেখায়ও এম্পোলিকে হারিয়ে পাঁচ দশক পর ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে বোলোনিয়া। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এসি মিলান।
ঘরের মাঠে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতেছে বোলোনিয়া। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে তারা, প্রথম লেগে দলটি জিতেছিল ৩-০ গোলে।
বৃহস্পতিবার রাতে ম্যাচের সপ্তম মিনিটে ইতালিয়ার মিডফিল্ডার জিওভান্নি ফাবিয়ানের গোলে এগিয়ে যায় চলতি সেরি আয় শীর্ষ চারের লড়াইয়ে থাকা বোলোনিয়া। ৩৩তম মিনিটে অবশ্য ইউক্রেইনের মিডফিল্ডার ভিক্তর কোভালেঙ্কোর গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল এম্পোলি।
এরপর যদিও আর তেমন কিছু করতে পারেনি সেরি আ থেকে অবনমনের শঙ্কায় থাকা দলটি। ৮৬তম মিনিটে ডাচ ফরোয়ার্ড দালিঙ্গার লক্ষ্যভেদে আরেক জয় নিয়ে ফাইনালে পা রাখে বোলোনিয়া।
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ইতালিয়ান কাপের ফাইনালে উঠল বোলোনিয়া। ৫১ বছর আগের সেই বছরে প্রতিযোগিতাটিতে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছিল দলটি।
সেমি-ফাইনালের আরেক লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে এসি মিলান।
আগামী ১৪ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে মাঠে গড়াবে শিরোপা লড়াইটি।