জোসে মরিনিয়োর মতে, তার অতীত সম্পর্কে না জেনেই এমন অভিযোগ করার ভুল করেছে তুরস্কের ক্লাবটি।
Published : 06 Mar 2025, 10:36 PM
বেফাঁস কথা বলা, মেজাজ হারানোর মতো কিছু বিতর্কিত কাজ প্রায়ই করেন জোসে মরিনিয়ো। কিন্তু বর্ণবাদী মন্তব্য করার কারণে আলোচনায় আসতে দেখা যায়নি তাকে। এবার তার বিরুদ্ধে তেমনই অভিযোগ তুলেছে গালাতাসারাই। তবে তুরস্কের ক্লাবটির এমন আক্রমণকে স্রেফ ‘বোকামি’ বলেছেন ফেনারবাচে কোচ মরিনিয়ো।
গত সপ্তাহে গালাতাসারাইয়ের বিপক্ষে গোল শূন্য ড্র ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বিতর্কের জন্ম দেন মরিনিয়ো। যেখানে তিনি এক পর্যায়ে গালাতাসারাইয়ের বেঞ্চের খেলোয়াড়রা ‘বানরের মতো লাফালাফি করছিল’, এমন মন্তব্য করে বসেন।
ম্যাচের পর মরিনিয়োর ওই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়ে যায় তুরস্কের ফুটবলে। অভিযোগ, পাল্টা অভিযোগ, মামলা, পাল্টা মামলা ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মধ্যে চলছে তুমুল লড়াই।
ওই মন্তব্যের জের ধরে মরিনিয়োকে প্রথমে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় তুরস্কের ফুটবল ফেডারেশন। পাশাপাশি ১৬ লাখ ১৭ হাজার লিরা (প্রায় ৪৪ হাজার মার্কিন ডলার) জরিমানাও করা হয় তাকে।
এই শাস্তির বিরুদ্ধে পরে আপিল করলে সুখবর পান মরিনিয়ো। তার শাস্তি অর্ধেকে কমিয়ে আনা হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ ৫৮ হাজার ৫০০ লিরা জরিমানা করা হয় তাকে।
গালাতাসারাইয়ের বর্ণবাদের সেই অভিযোগ নিয়ে স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন মরিনিয়ো।
“তারা (গালাতাসারাই) আমাকে যেভাবে আক্রমণ করেছিল সেটা বুদ্ধিমানের মতো ছিল না, কারণ তারা আমার অতীত জানত না। আফ্রিকা, আফ্রিকান মানুষ, আফ্রিকান খেলোয়াড় এবং আফ্রিকান দাতব্য সংস্থার সঙ্গে আমার যোগাযোগের কথা জানত না।”
“তাই এটা আমার বিরুদ্ধে যাওয়ার পরিবর্তে আমি মনে করি এটি বুমেরাং হয়েছে এবং তাদের বিরুদ্ধে গেছে।”
ফেনারবাচের দাবি, মরিনিয়োর মন্তব্যগুলোকে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। তাদের পর্তুগিজ কোচের ‘ব্যক্তিগত অধিকারের উপর আক্রমণের’ কারণে ১৯ লাখ ৭ হাজার লিরার এর জন্য গালাতাসারাইয়ের বিরুদ্ধে মামলা করেছে ক্লাবটি।
নিজেকে বর্ণবাদের বিরোধী বলেছেন পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ মরিনিয়ো।
“সবাই জানে মানুষ হিসেবে আমি কেমন। সবাই আমার খারাপ গুণগুলো জানে, কিন্তু এটা (বর্ণবাদী মন্তব্য করা) আমার খারাপ গুণগুলোর মধ্যে নেই। ঠিক উল্টোটা আমি।”
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি জানি আমি কেমন, এবং বর্ণবাদের অভিযোগ করার আক্রমণটি একটি বাজে বাছাই ছিল তাদের।”