ইংলিশ ফুটবল
Published : 06 Apr 2025, 03:30 PM
‘রেফারির সিদ্ধান্তে বদলে গেছে ম্যাচের গতিপথ’, এভারটনের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ার পর এভাবেই ক্ষোভ প্রকাশ করেন মিকেল আর্তেতা। এভারটনের পক্ষে যাওয়া পেনাল্টির সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছেন না আর্সেনাল কোচ।
গুডিসন পার্কে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে লেয়ান্ড্রো ট্রসাডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ ড্র হওয়ায় শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়েছে দলটি। এর দায় রেফারিকে দিয়েছেন আর্তেতা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালের ডি-বক্সে জ্যাক হার্মিসন ফাউলের শিকার হলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি ড্যারেন ইংল্যান্ড। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) স্টুয়ার্ট অ্যাটওয়েলও বহাল রাখেন মাঠের সিদ্ধান্ত।
রিপ্লেতে অবশ্য দেখা যায়, মাইলস লুইস-স্কেলির সঙ্গে হার্মিসনের স্পর্শ ছিল একদমই সামান্য। ম্যাচ শেষে সেটা তুলে ধরেন আর্তেতাও। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করার পাশাপাশি দেখান ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
“রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন, যেটা ম্যাচের গতিপথ পাল্টে দেয়। আমি এখানে আমার মতামত দিতে এসেছি। ১৫ বার দেখার পর আমার মনে হয়েছে, এখানে পেনাল্টি হওয়ার কোনো সুযোগই নেই। কারণ যদি এটা হয় তাহলে (জ্যাক) ও’ব্রায়েনকে (চোট নিয়ে) মাঠের বাইরে চলে যেতে হতো এবং এভারটনকে ১০ জন নিয়ে খেলতে হতো। এটা পরিষ্কার।”
টানা দুই জয়ের পর আবার হোঁচট খেল আর্সেনাল। ৩১ ম্যাচে ১৭ জয় ও ১১ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।