উইমেন’স এশিয়ান কাপ বাছাই
ছুটির মধ্যেই এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাই নিয়ে পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছে পিটার জেমস বাটলার।
Published : 27 Mar 2025, 11:59 PM
ছুটিতে থাকলেও অখণ্ড অবসর মিলছে না পিটার জেমস বাটলারের। ইংল্যান্ডে বসেই এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাই নিয়ে পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বৃহস্পতিবার বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাথে ‘সি’ গ্রুপে আছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
এই গ্রুপের চার দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে মিয়ানমার, ৫৫তম। এরপর বাহরাইন, ৯২তম। বাংলাদেশের (১৩৩তম) চেয়ে পিছিয়ে আছে কেবল তুর্কমেনিস্তান, তাদের অবস্থান ১৪১তম।
বাছাইয়ে ৩৪টি দেশ আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। আট গ্রুপের চ্যাম্পিয়নরা যোগ দেবে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে।
বাংলাদেশের বাছাই পর্ব হবে মিয়ানমারে। ২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে আর্থিক কারণ দেখিয়ে মিয়ানমারে পাঠাইনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা পড়েছিল তুমুল সমালোচনার মুখে।
আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে বাছাই পর্ব। চূড়ান্ত পর্ব হবে আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায়। বাছাই সামনে রেখে ৫৫ জন নারী ফুটবলারকে নিয়ে আগামী ৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর কথা রয়েছে।
উইমেন’স সাফ জিতে আসার পর ছুটি কাটাতে ইংল্যান্ডে রয়েছেন বাটলার। সেখান থেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাছাই নিয়ে ভাবনা।
“বাছাই চ্যালেঞ্জিং হবে, কিন্তু এটাই স্বাভাবিক। আমরা গ্রুপের দলগুলোর নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু করব এবং সে অনুযায়ী পেশাদারিত্বের সাথে পরিকল্পনা সাজাব। রমজানের পর দেখতে হবে খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা কেমন আছে, ট্রেনিং শুরু করতে হবে এবং সফল হওয়ার জন্য পরিকল্পনা সাজানোটা জরুরি।”
“বড় কথা হচ্ছে, আমাদের এএফসির র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে এবং সেটা করতে হলে এই গ্রুপটার (নতুন খেলোয়াড়দের) উপর বিনিয়োগ করতে হবে, তা না হলে আমরা উন্নতি করতে পারব না।”
কোচের সাথে ১৮ বিদ্রোহীর বিবাদের অবসানের কথা বাফুফে বলেছে আগেই। এপ্রিলে শুরু হতে যাওয়া ক্যাম্পে সাবিনা-ঋতুপর্ণাদের দেখা যাবে কিনা, সে প্রশ্নের উত্তর অবশ্য আপাতত সময়ের হাতেই তোলা থাকছে।