চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর দলের কোচ এখন আশা করছেন লা লিগা, কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের।
Published : 17 Apr 2025, 01:12 PM
গত কিছুদিনে রেয়াল মাদ্রিদের ফুটবলারদের মুখে মুখে ছিল কেবল ‘রেমনতাদা।’ স্প্যানিশ শব্দটি ব্যবহৃত হয় ঘুরে দাঁড়ানো বা ফিরে আসার দারুণ গল্প বোঝাতে। ম্যাচের আগে জুড বেলিংহ্যাম বলেছিলেন, তাদের ড্রেসিং রুমে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ এখন এটিই। কিন্তু ‘রেমনতাদা’ দেখাতে পারেননি বেলিংহ্যামরা। বরং আরও একটি পরাজয়ের গ্লানিকে সঙ্গী করে ছিটকে পড়তে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কোচ কার্লো আনচেলত্তি এতে হতাশ হলেও মুষড়ে পড়তে চান না। আশা নিয়ে তাকিয়ে তিনি মৌসুমের অন্য তিনটি প্রতিযোগিতায়।
রেয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি গর্ব খুঁজে নেয় যে আসর থেকে, সেই চ্যাম্পিয়ন্স লিগে তাদের পথচলা এবার থেমে গেছে কোয়ার্টার-ফাইনালেই। ১৫ বারের চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার আশা দুমড়েমুচড়ে গেছে আর্সেনালের দুর্দান্ত ফুটবলে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ইংলিশ ক্লাবটি পৌঁছে গেছে সেমি-ফাইনালে।
গত অগাস্টে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছিল রেয়াল মাদ্রিদ। পরে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় তারা ৫-২ গোলে। এখন শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ধরে রাখার আশা।
মৌসুমের অনেকটা পথ অবশ্য এখনও বাকি। আনচেলত্তি এখন তাকিয়ে সেদিকেই। চ্যাম্পিয়ন্স লিগের হতাশা দ্রুত ভুলে অন্য আসরগুলোয় দলকে জ্বলে উঠতে দেখতে চান রেয়াল মাদ্রিদ কোচ।
“আমরা এখনও লা লিগার লড়াইয়ে আছে। যদিও কিছুটা পিছিয়ে আছি, তবে (লিগে) বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি আছে, কোপা দেল রে ফাইনাল আছে, ক্লাব বিশ্বকাপ আছে। এই অংশগুলো আমাদেরকে ভালোভাবে সামলাতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এত আগে ছিটকে পড়ায় আমরা অভ্যস্ত নই, তবে ফুটবলেরই আরেকটি দিক এটি।”
“সময় এখন মাথা উঁচু রাখার ও ভুল থেকে শেখার। আজকের দিনটি দুঃখের, তবে ছেলেরা কীভাবে সাড়া দেবে, তা নিয়ে একটুও দুর্ভাবনা নেই আমরা। লড়াই চালিয়ে যাব আমরা। অভিজ্ঞতা থকে শিখব এবং পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব।”
লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে রেয়াল। শিরোপা ধরে রাখতে হলে বার্সেলোনার সঙ্গে জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোয় কাতালানদের পয়েন্ট হারানোর আশায় থাকতে হবে আনচেলত্তির দলকে। কোপা দেল রের ফাইনালে এই দুই দলই লড়বে আগামী ২৬ এপ্রিল।
এরপর নতুন আকারে বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ হবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে।
এই মৌসুমের বাস্তবতায়, রেয়ালের সামনে আশার জায়গা খুব বেশি নেই। বার্সেলোনার কাছে দুই দফায় পর্যদুস্ত হয়েছে তারা। চোটজর্জর দলের সাম্প্রতিক পারফরম্যান্সও ছন্নছাড়া।
আনচেলত্তি তবে আশার তরী বেয়ে দলকে সাফল্যের তীরে নিয়ে যেতে চান।
“যদি আমরা হাল ছেড়ে দেই, এর মানে হতাশার মুহূর্তটি ভালোভাবে সামলাতে পারিনি। দলের মনোযোগ ফেরাতে হবে আমাদের, আমাদেরকেই মূল চরিত্র হয়ে উঠতে হবে। গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ এখনও বাকি। ছেলেদেরকে বলেছি, মাথা উঁচু রাখতে হবে।”
কোপা দেল রের ফাইনালের আগে রোববার ঘরের মাঠে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে রেয়াল, বুধবার নামবে তারা গেতাফের মাঠে।