বিশ্বকাপ বাছাই
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্স আর লেবাননকে প্রথম লেগের দেখায় রুখে দেওয়ার স্মৃতি বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশ দলকে।
Published : 10 Jun 2024, 07:52 PM
বরাবরের মতোই বড় স্বপ্ন দেখার পক্ষে জামাল ভূইয়া। লেবাননের বিপক্ষে তাই জয় চান বাংলাদেশ অধিনায়ক। হাভিয়ের কাবরেরা অবশ্য একটু সাবধানী। পুরো ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্য আছে বাংলাদেশ কোচেরও, তবে ড্র হলেও খুশি হবেন তিনি। কোচ-অধিনায়কের কথার সারাংশ দাঁড়াচ্ছে, বাছাইয়ের শেষটা দুজনেই টানতে চান ইতিবাচক ফল দিয়ে।
কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের ফিরতি লেগের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
গত সাফ চ্যাম্পিয়নশিপের পর চলতি জুন ধরে এই এক বছরে এ নিয়ে তৃতীয়বার লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বেঙ্গালুরুর সাফে ২-০ গোলে হেরেছিলেন জামালরা। গত নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটি হয়েছিল ১-১ ড্র। বাছাইয়ে একমাত্র পয়েন্টও বাংলাদেশ পেয়েছিল ওই ড্র থেকে।
‘আই’ গ্রুপে এখন পর্যন্ত জয় না পাওয়া দলও বাংলাদেশ ও লেবানন। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে এবারের বাছাইয়ে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষটা রাঙাতে চান জামাল।
“লেবাননের শক্তি ও দুর্বলতা নিয়েও আলোচনা করেছি। সে জায়গাগুলোতে আঘাত করতে পারলে আমরা ইতিবাচক ফল পাব বলে আমি মনে করি। আমাদের লক্ষ্য হচ্ছে ৩ পয়েন্ট। লেবানন বড় চ্যালেঞ্জ। গেল কয়েকদিন আমরা তাদের বিশ্লেষণ করেছি। আমরা কিভাবে খেলবে, সেভাবেই অনুশীলন করেছি। লেবানন ও অস্ট্রেলিয়া পুরোপুরি ব্যতিক্রমী দল। আমরা ভালো নৈপুণ্য প্রদর্শনের চেষ্টা করব। আমাদের সবার বিশ্বাস আছে যে, আমরা তিন পয়েন্ট নিতে পারি।”
সাফের পর দুইবার কোচ বদল করেছে লেবানন। বারবার কোচ বদলের ফলে লেবাননের ছন্দে ‘কমতি’ থাকবে বলে মনে করেন জামাল। কোচ কাবরেরার ভাবনায় বিষয়টি থাকলেও তিনি প্রতিপক্ষকে মোটেও সহজভাবে নিচ্ছেন না।
“এ নিয়ে এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো আমরা লেবাননের মুখোমুখি হচ্ছি। তাদের আমরা জানি, একটু ট্রিকি দল। বেশ কয়েকবার তারা কোচ বদল করেছে, ভিন্ন ভিন্ন কোচের কোচিংয়ে আমাদের সাথে খেলছে। আগের চেয়ে এখন তারা ভিন্ন একটি দল; সাফের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক, আরও বেশি শারীরিক শক্তিনির্ভর। তারপরও তাদের ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে। তবে আমি মনে করি, আমাদের যে ম্যাচ পরিকল্পনা আছে, লেবাননের কৌশলের সঙ্গে মানিয়ে খেলার মতো।”
সবশেষ কিংস অ্যারেনায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রথম লেগে মেলবোর্নের সেই ৭-০ ব্যবধানের ভরাডুবি এড়িয়েছিল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা দলের বিপক্ষের ওই পারফরম্যান্স লেবানন ম্যাচ নিয়ে আশাবাদী করে তুলছে কাবরেরাকে।
“(লেবাননের বিপক্ষে) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খুব ভালো পারফরম্যান্স করে এখানে এসেছি। আমরা ভালো ফল নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাই; তিন পয়েন্টের জন্যই লড়াই করব। আশা করি, কমপক্ষে ১ পয়েন্ট পেয়ে বাছাই শেষ করব আমরা।”
কাবরেরার পয়েন্ট পাওয়ার তাড়না মূলত এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের কথা ভেবে। ২০২৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপও আছে এই স্প্যানিশ কোচের ভাবনায়। জানালেন, শেষটা রাঙাতে অনুপ্রেরণার কমতি নেই তাদের।
“আগেও বলেছি, আমাদের যে প্রক্রিয়া বা পরিকল্পনা, যেটা আমরা আড়াই বছর আগে শুরু করেছিলাম, সেটা বাস্তবায়নে আমাদের পদক্ষেপ নেওয়ার এটাই সময়। এশিয়ায় আমরা যে কঠিন প্রতিপক্ষ, এই বার্তা আমাদের অন্য দলগুলোকে দিতে হবে, দেখাতে হবে। আমরা জানি, যদি কাল আমরা পয়েন্ট তাই, তাহলে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারব এবং এটা আগামী প্রতিযোগিতাগুলোতে ইতিবাচক প্রভাব রাখবে।”
“কাতারের সবকিছু নিয়ে দল অনুপ্রাণিত। এখানে প্রতিটি দিন ছেলেরা উপভোগ করেছে। লেবানন ম্যাচ নিয়ে অনুপ্রাণিত হওয়ার আরও কারণ আছে। আমরা ইতিবাচক ফল দিয়ে বাছাই শেষ করতে চাই, যেটা র্যাঙ্কিংয়েও প্রভাব রাখবে; পাশাপাশি এশিয়ান কাপ বাছাইয়েও, ২০২৫ সালের সাফেও প্রভাব রাখবে বলে আমি মনে করি।”