ইংলিশ ফুটবল
Published : 07 Apr 2025, 04:46 PM
ওল্ড ট্র্যাফোর্ডে ফিল ফোডেনের মাকে অবমাননা করে স্লোগানের ঘটনায় ভীষণ ক্ষুব্ধ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা অভদ্র এবং তাদের মাঝে সততার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
ইউনাইটেডের মাঠে রোববার ম্যাড়ম্যাড়ে ম্যানচেস্টার ডার্বি লড়াই গোলশূন্য ড্র হয়। ম্যাচটিতে সিটির শুরুর একাদশে ছিলেন ফোডেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে তুলে নেন গুয়ার্দিওলা।
ম্যানচেস্টারের নিকটবর্তী স্টকপোর্টের ছেলে ফোডেন শৈশব থেকেই সিটির সমর্থক। এই ক্লাবের হয়েই এখন খেলছেন ইংলিশ মিডফিল্ডার। ফোডেন ছাড়া এদিনের ম্যানচেস্টার ডার্বিতে মাঠে নামা স্থানীয় ফুটবলার ছিলেন আর কেবল সিটির নিকো ও’রিলি।
স্থানীয় হলেও ডার্বি ম্যাচে বিভিন্ন স্লোগান শুনতে হয় ফোডেনকে। অসম্মান করা হয় তার মাকেও। ইউনাইটেড সমর্থকদের স্লোগানের বিপরীতে থাম্বস-আপ দেখান ফোডেন।
ইউনাইটেড দর্শকদের এমন আচরণ পছন্দ হয়নি গুয়ার্দিওলার। ম্যাচ শেষে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
“অভদ্রতা কিন্তু এটা ইউনাইটেড নয়, এটা এখানকার মানুষ… বিশ্ব ফুটবলের পর্দায় আমরা অনেক বেশি উন্মোচিত- কোচ, মালিক এবং বিশেষ করে খেলোয়াড়রা। সত্যি বলতে, ফিলের মাকে নিয়ে কথা বলা লোকদের মানসিকতা আমি বুঝতে পারছি না। এখানে সততা ও ভদ্রতা জ্ঞানের অভাব রয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত।”