ফরাসি ফুটবল
নতুন প্রজন্মকে সুযোগ করে দিতেই হুট করে এই সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার।
Published : 30 Sep 2024, 05:09 PM
কয়েক মাস আগেও অঁতোয়ান গ্রিজমানকে ছাড়া ফ্রান্সের শুরুর একাদশ কল্পনাই করা যেত না। সময় বদলেছে। তার পারফরম্যান্সে পড়েছে ভাটার টান। এখন আর তিনি ‘অটোমেটিক চয়েজ’ নন। সেটা উপলব্ধি করেই হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
শুরুর একাদশে জায়গা হারালেও, এখনও ফ্রান্স দলের নিয়মিত মুখ গ্রিজমান। তাই তার এমন আচমকা বিদায় বিস্ময় জাগানিয়া। বয়সও যে খুব বেশি হয়েছে, তা কিন্তু নয়। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের আরও কয়েক বছর জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল।
কিন্তু, এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার আর টেনে নিতে চাননি গ্রিজমান। নতুন প্রজন্মকে সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা অবসরের ঘোষণা দেওয়ার সময় সোমবার বললেন তিনি।
“গভীর আবেগের সঙ্গে আজ আমি ফ্রান্স দলের খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিচ্ছি। চ্যালেঞ্জ, সাফল্য ও অবিস্মরণীয় মুহূর্তে ভরা ১০টি অবিশ্বাস্য বছর কাটানোর পর আমার জন্য এই অধ্যায়ের ইতি টানা এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার এখনই সময়।”
“এই জার্সি গায়ে জড়ানো আমার জন্য ছিল সম্মান ও গৌরবের।”
২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রাখা গ্রিজমান ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলছেন মোট ১৩৭ ম্যাচ। ৪৪ গোল করার পাশাপাশি ৩৮ গোলে রেখেছেন অবদান। ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ। নেশন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন ২০২১ সালে।
অভিষেকের বছরই বিশ্বকাপ দলে সুযোগ পান গ্রিজমান। ২০১৪ সালের ওই আসরে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি তিনি। দুই বছর পর ঘরের মাঠের ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই ফুটবলার।
২০১৬ ইউরোতে ফরাসিদের ফাইনালে খেলার পথে বড় অবদান ছিল তার। ৭ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি দুটিতে করেন অ্যাসিস্ট। আসরে তার চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ।
সেবার ফাইনালে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে ফ্রান্সের। দুই বছর পর বিশ্বকাপ জিতে সেই ক্ষতে প্রলেপ দেয় তারা। ২০১৮ বৈশ্বিক আসরে ফরাসিদের সবগুলো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন গ্রিজমান। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে পেনাল্টি থেকে লক্ষ্যভেদসহ আসরে মোট ৪টি গোল করেন তিনি। অ্যাসিস্টও করেন চারটি।
২০২০ ও ২০২৪ ইউরোতে নিজেকে মেলে ধরতে পারেননি গ্রিজমান। দুই আসর মিলিয়ে গোল করতে পারেন কেবল একটি। তবে মাঝে ২০২২ বিশ্বকাপে নিজে গোল করতে না পারলেও দারুণ ছিল তার পারফরম্যান্স। তিনটি গোলে করেন অ্যাসিস্ট। ফাইনালসহ দলের বেশিরভাগ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।
ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড গ্রিজমানের। কোচ দিদিয়ে দেশমের হাত ধরে জাতীয় দলে আসা এই ফুটবলারের শেষটাও হয়েছে দেশম থাকাকালীনই।