নেশন্স লিগ
শুরুতে জোড়া গোলের ধাক্কার পর ড্র নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি বেলজিয়াম কোচ দমিনিকো তেদেস্কো।
Published : 11 Oct 2024, 04:06 PM
ম্যাচের ২৪ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার ধাক্কা। ইতালির মতো দলের বিপক্ষে সেখানে থেকে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন। এমন পরিস্থিতিতে লাল কার্ডের খাঁড়ায় প্রতিপক্ষের একজন কমে যাওয়া বেলজিয়ামকে করেছে দারুণ সহায়তা। শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে পেরে কোচ দমিনিকো তেদেস্কো বললেন, ভাগ্য তাদের সঙ্গে ছিল।
নেশন্স লিগে বৃহস্পতিবার ইতালি ও বেলজিয়ামের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। রোমের স্তাদিও অলিম্পিকোয় আন্দ্রেয়া কাম্বিয়াসো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মাতেও রেতেগি।
শুরুতেই জোড়া গোল হজমের ধাক্কায় এলোমেলো হয়ে পড়ে বেলজিয়াম। ভেস্তে যায় তাদের সব পরিকল্পনা। প্রথমার্ধের শেষ দিকে ইতালির লরেন্সো পেল্লেগ্রিনি লাল কার্ড দেখলে ঘুরে যায় ম্যাচের মোড়। ওই ফ্রি কিকে সতীর্থের পা ঘুরে বল পেয়ে ব্যবধান কমান ক্লাব ব্রুজের ডিফেন্ডার মাক্সিম দে কাওপার।
১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে তেমন লড়াই করতে পারেনি ইতালি। বাগে পেয়ে প্রতিপক্ষকে চেপে ধরে বেলজিয়ামও। তাতে ৬১তম মিনিটে সমতা ফেরায় তারা। কর্নারের পর সতীর্থের হেডে বাড়ানো বল গোলমুখে পেয়ে ভলিতে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড লেয়ান্দ্রো ত্রোসার।
ম্যাচ শেষে ড্র নিয়ে ফেরার স্বস্তি ফুটে উঠল বেলজিয়াম কোচ তেদেস্কোর কণ্ঠে।
“আমরা সত্যিই ভুগেছি এবং (লরেন্সো পেল্লেগ্রিনির) লাল কার্ড আমাদের দারুণভাবে সাহায্য করেছে।”
“আমরা জানি, আমরা আরও ভালো করতে পারি। কিন্তু দ্রুত গোল হজম করায় আমাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। বল দখলে রাখার পরিকল্পনায় অটল ছিলাম, কিন্তু বল ছাড়া আমরা অনেক উপরে উঠে গিয়েছিলাম। মিডফিল্ডে বরাবরই ইতালিয়ানদের রাজত্ব ছিল। তাই আমাদের চেপে ধরার কৌশল কাজ করেনি।”
ইতালির রক্ষণ ভাঙা বরাবরই কঠিন কাজ। তেদেস্কো জানালেন, সমতা ফেরাতে তাদের নতুন করে পরিকল্পনা করতে হয়েছিল।
“১০ জন ইতালিয়ানের বিপক্ষে গোল করা প্রায় সময়ই কঠিন। তারা জানে কীভাবে রক্ষণ সামলাতে হয়। লাল কার্ডের পর যখন তারা রক্ষণে ঢুকে গেল, তখন কাজটা আরও বেশি কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কৌশল পরিবর্তন করি এবং সেটা কাজেও লাগে।”
ঘরের মাঠে আগামী সোমবার ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম।