Published : 28 Mar 2025, 11:42 AM
ফ্রান্সের হয়ে চার দিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে হয়েছে। দ্বিতীয় ম্যাচটিতে খেলতে হয়েছে ১২০ মিনিট। সেই ধকলের সঙ্গে আছে ভ্রমণক্লান্তি। এসবকে সঙ্গী করেই আবার বার্সেলোনার হয়ে মাঠে নেমেছেন জুল কুন্দে। ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে তার দল। তার পারফরম্যান্সও খুব খারাপ হয়নি। কিন্তু ম্যাচের পর সূচি নিয়ে তার প্রচণ্ড ক্ষোভ বেরিয়ে এলো আগ্নেয়গিরি লাভার মতো।
লা লিগার ম্যাচটিতে বৃহস্পতিবার ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান আরও সংহত করে বার্সেলোনা। তবে ম্যাচের দ্বিতীয় গোলটি করার কয়েক মিনিট পরই চোট পেয়ে মাঠ ছাড়েন দানি ওলমো।
এই ম্যাচের সূচি নিয়ে দুই দলেরই আপত্তি ছিল। তার পরও ম্যাচের সূচি বদলায়নি লা লিগা। ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল মাসের শুরুর দিকে। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয় তখন। সেটিই এখন আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরপরই আয়োজন করা হয়।
ওলমো চোট নিয়ে মাঠ ছাড়ার পর ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। চোটের জন্য সূচিকেই দায়ী করে তিনি বলেন, অনেক চড়া মূল্যের জয় এটি।
কোচের সেই ক্ষোভের সুর ছিল বার্সেলোনার ডিফেন্ডার কুন্দের কণ্ঠেও।
“এই ম্যাচের জন্য যে দিনটি বেছে নেওয়া হয়েছে, আমি তাতে ক্ষুব্ধ। এটা স্বাভাবিক কিছু নয়। বার্সেলোনা ও ওসাসুনা ক্লাবের প্রতি অসম্মান ফুটে উঠেছে এতে, দুই ক্লাবেরই এমন ফুটবলার ছিল, যারা আন্তর্জাতিক বিরতিতে খেলেছে।”
“আমরা যন্ত্র নই। মাঠে নামার জন্য, সমর্থকদের চাওয়া পূরণ করার জন্য, নিজেদের মেলে ধরার জন্য ও তাড়না নিয়ে খেলার জন্য বিশ্রাম প্রয়োজন আমাদের। অন্য কিছুর ওপরে, ফুটবলারদের প্রতি অসম্মান ফুটে ওঠে এসবে। সব প্রতষ্ঠানকে এটা বুঝতে হবে। শুধু লা লিগা নয়, সবার উপলব্ধি প্রয়োজন।”
এই ম্যাচ দিয়ে ২০ দিনের মধ্যে বার্সেলোনাকে খেলতে ৭টি ম্যাচ। কুন্দের মতে, যাদের জন্য এই খেলা বা এত আয়োজন, সেই ফুটবলারদেরকেই পর্যাপ্ত প্রাধান্য দেওয়া হচ্ছে না।
“আমরা আগে কিছু বলিনি, কারণ অজুহাত খুঁজতে যাইনি। তবে একটা পর্যায়ে গিয়ে আমাদের কথা আমলে নিতে হবে। আমরাই (ফুটবলাররা) এখানে মূল চরিত্র। আমাদেরকে নিয়ে তারা যা ইচ্ছা তাই করতে পারেন না।”