প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
Published : 24 Apr 2024, 05:46 PM
ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার হওয়ার খবর দিয়েছে বিবিসি।
দুজনের বয়সই ১৯ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত খেলোয়াড়দের পরিচয় কিংবা তাদের ক্লাবের নাম জানা যায়নি। তবে বিবিসির এই প্রতিবেদনেই বলা হয়েছে, দুজনই একই ক্লাবের। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।
এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র ধর্ষণের অভিযোগে দুজনের গ্রেপ্তার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
“শারীরিক আঘাত ও ধর্ষণের সহায়তা করার সন্দেহে ১৯ বছরের এক ছেলেকে গ্রেপ্তার করা হয়। ১৯ বছর বয়সী আরেকজনকে গ্রেপ্তার করা হয় ধর্ষণ করার সন্দেহে। (জিজ্ঞাসাবাদের পর) দুজনকেই পুলিশ জামিনে ছেড়ে দিয়েছে।”
এই অভিযোগের বিষয়ে প্রথম খবর ছাপা হয় ‘দা সান’ পত্রিকায়। ঘটনাটি গত শুক্রবার ঘটেছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
পুলিশ তদন্তে এই বিষয়ে বিস্তারিত তথ্য আসার আগ পর্যন্ত দুজনকে ক্লাবের পক্ষ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কি-না, তা জানা যায়নি।