আট মৌসুমের মধ্যে ছয়টি লিগ শিরোপাসহ মোট ১৫টি বড় ট্রফি জয়ের পর ম্যানচেস্টার সিটির হয়ে নতুন কোনো চ্যালেঞ্জ আর খুঁজে পাচ্ছেন না পেপ গুয়ার্দিওলা।
Published : 20 May 2024, 12:53 PM
অপ্রতিরোধ্য পথচলা, অবিশ্বাস্য ধারাবাহিকতা, অভাবনীয় সব অর্জন আর রেকর্ড। ম্যানচেস্টার সিটির হয়ে ফুটবলীয় নানা বাস্তবতাকে যেন নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন পেপ গুয়ার্দিওলা। প্রশ্নটা তাই প্রায়ই শোনা যায়, গুয়ার্দিওলার সিটিকে থামাবে কে? উত্তরটা কারও জানা নেই। তবে থেমে যেতে পারেন গুয়ার্দিওলা নিজেই। ম্যানচেস্টার সিটির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হলে তা নবায়ন না করার আভাস দিয়ে রাখলেন কিংবদন্তি এই কোচ।
শেষ দিনের চ্যালেঞ্জ জিতে এই মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপ জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলার দল গড়েছে অনন্য কীর্তি। আশির দশকে গ্রেট লিভারপুল দল ও নব্বইয়ের শেষ ভাগ থেকে এই শতাব্দির শুরুর ভাগের দুর্দান্ত ম্যানচেস্টার ইউনাইটেড দলও পারেনি এমন কিছু করতে।
টানা চার শিরোপার এই সময়টায় সিটির গড় পয়েন্ট ছিল ৮৯.৭! এবার তারা চ্যাম্পিয়ন হয়েছে ৯১ পয়েন্ট পেয়ে। ২০১৭-১৮ মৌসুমের সেই পয়েন্টের সেঞ্চুরির পুনরাবৃত্তি তারা করতে পারেনি, তবে নিজেদের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিয়েছে এবারও।
গত মৌসুমের মতো এবারও লিভারপুল ও আর্সেনাল বেশ চাপে রেখেছে সিটিকে। এবার তো আর্সেনাল শেষ দিন পর্যন্ত ধরে রেখেছে সম্ভাবনা। কিন্তু শেষ পর্যন্ত সিটির জয়রথে পিষ্ট হয়ে গেছে অন্য সবার সম্ভাবনা।
এই চার মৌসুমে ১৫২ ম্যাচের মধ্যে অবিশ্বাস্যভাবে ১১২টিই জিতেছে সিটি, হেরেছে কেবল ১৭টিতে। চোয়াল ঝুলিয়ে দেয় এই সময়ে তাদের গোলের সংখ্যা, ৩৭২টি!
ইংলিশ প্রিমিয়ার লিগকে মনে করা হয় বিশ্বের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। সেটিকেই তিনি একতরফা বানিয়ে ছেড়েছেন। সিটির দায়িত্বে আট মৌসুমে তার ষষ্ঠ লিগ শিরোপা এটি। বহু আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও গত মৌসুমে তিনি এনে দিয়েছেন ক্লাবকে। ইতিহাস গড়েছেন ‘ট্রেবল’ জিতে।
সব মিলিয়ে সিটির হয়ে ১৫টি বড় শিরোপা তার জেতা হয়ে গেছে। কদিন পর ১৬তম শিরোপাও জিততে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপের ফাইনালে হারালে।
তবে পথচলার এই মোড়ে এসে মাঝেমধ্যে কিছুটা ক্লান্তি লাগে তার। সব লক্ষ্য পূরণ হওয়ার পর নিজেকে উজ্জীবিত করার মতো জ্বালানিও আর পাচ্ছেন না। লিগ জয়ের পর ৫৩ বছর বয়সী কোচের কণ্ঠে তাই অনিশ্চয়তার সুর।
“আমার চুক্তি এখনও আছে, আমি এখনও এখানেই আছি। তবে কখনও কখনও কিছুটা ক্লান্ত লাগে। আবার কখনও কখনও খুব ভালোও লাগে, ম্যাচের পর ম্যাচ জিতে চলেছি আমরা, নতুন ফুটবলারদের নিয়ে দলটা দারুণ মনে হয়।”
“এই ভাবনাটা আমার ছিল যে, ‘কোনো দল টানা চারবার জেতেনি, আমরা কেন পারব না?’ তা হয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে, ‘এরপর কী!’ এই মুহূর্তে জানি না, ঠিক কোন প্রেরণায় উজ্জীবিত হব, কারণ সবকিছু অর্জন করে ফেলার পর নতুন প্রেরণা খুঁজে পাওয়া কঠিন।”
ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি তার আছে। সেটি পূরণ করবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। লিগ জয়ের পর তা নিশ্চিত করেও দিলেন। তবে আগামী মৌসুম শেষে দায়িত্বে থাকবেন কি না, তা নিশ্চিত নন নিজেও।
“বাস্তবতা হলো, এখানে রয়ে যাওয়ার চেয়ে বেশি কাছাকাছি আছি চলে যাওয়ার। অবশ্যই ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। এই মুহূর্তে বলতে পারি, এখনকার জন্য থেকে যেতে চাই। আগামী মৌসুমও আমি থাকব এবং মৌসুম চলার সময় কথা বলব ক্লাবের সঙ্গে। তবে এই ৮-৯ বছর কাটিয়ে দেওয়ার পর… দেখা যাক।”
এবার শেষ দিন পর্যন্ত শিরোপার লড়াই টেনে নেওয়া আর্সেনালকে কৃতিত্ব দিলেন গুয়ার্দিওলা। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে শুভেচ্ছা জানিয়ে আগামী মৌসুমের সম্ভাব্য চ্যালেঞ্জের কথাও তিনি জানিয়ে রাখলেন।
“আগে লিভারপুল আমাদেরকে বাধ্য করেছে চূড়ান্ত সীমা ছুঁতে, এবার আর্সেনাল। মিকেল ও তার স্টাফদের আমি হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাতে চাই। অসাধারণ এক মৌসুম কাটিয়েছে তারা। এটা আমরা অনুভব করেছি এবং তারা আমাদেরকে চাপে রেখেছে। মিকেল ও তার দলের কাছ থেকে বার্তাটা আমরা পেয়েছি। পরের মৌসুমেও নিজেদের কাজ ঠিকঠাক করতে হবে আমাদের, কারণ তারা হারিয়ে যাবে না।”