Published : 30 Dec 2023, 05:41 PM
পিছিয়ে পড়ার কিছুক্ষণ পরই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু শেষ পর্যন্ত তা স্রেফ আভাস হয়েই থাকল, পূর্ণতা পেল না। দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো ও রাকিব হোসেনের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল শিরোপাধারী বসুন্ধরা কিংস।
কিংস অ্যারেনায় শনিবার চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারায় অস্কার ব্রুসনের দল। ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ ব্যবধানে উড়িয়ে লিগ শুরু করেছিল গত তিন আসরের চ্যাম্পিয়নরা।
হারের বৃত্তেই বন্দি থাকল চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ২-০ গোলে হেরে লিগ শুরু করা দলটি লিগ টেবিলে থাকল তলানিতেই।
নিজেদের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় কিংস। মাঝমাঠ থেকে টুটুল হোসেন বাদশার দারুণ ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে হেডে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।
চট্টগ্রাম আবাহনী পাল্টা জবাব দিতে দেরি করেনি। দশম মিনিটে ডিফেন্ডাররা বক্সে বল ক্লিয়ার করতে পারেননি; ডেভিড ইফেগুইয়ের পাস ধরে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তারই স্বদেশি নাইজেরিয়ান ফরোয়ার্ড আজিজ আবোলাজি। ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুহূর্ত বলতে এতটুকুই।
বিরতির আগেই আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় কিংস।
২৯তম মিনিটে রবসন দি সিলভা রবিনিয়োর পাস ধরে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠেন রাকিব। দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
৪০তম মিনিটে রফিকুল ইসলামকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন দোরিয়েলতন। রফিকুলের কাটব্যাকে পাওয়া ফিরতি বল দারুণ টোকায় দূরের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই ম্যাচে দোরিয়েলতনের গোল হলো ৪টি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে কিংস। ৬৭তম দোরিয়েলতনের শট আটকান গোলরক্ষক মনিরুল ইসলাম। একটু পর রবিনিয়োর ক্রসে ফাঁকায় থাকা বোবুরবেক ইয়ুলদাশভের হেড উড়ে যায়।
৮৫তম মিনিটে বক্সের ভেতরে বল নিয়ে ঢোকা মাশুক মিয়া জনিকে পেছন থেকে ফাউল করে বসেন রায়হান হাসান। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বলের লাইনে ঝাঁপালেও রবিনিয়োর গতিময় স্পট কিক আটকাতে পারেননি মনিরুল। তাতে চট্টগ্রাম আবাহনীর ঘুরে দাঁড়ানোর পথ রুদ্ধ হয়ে যায়।