বিশ্বকাপ বাছাই
Published : 30 May 2024, 05:20 PM
কিছুদিন ধরে বসুন্ধরা কিংস ও জাতীয় দলে অনিয়মিত আনিসুর রহমান জিকো। অভিজ্ঞ এই গোলরক্ষককে এবারও বাইরে রেখে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল দিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
২৬ জনের দলে নতুন মুখ সুজন হোসেন। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে মোহামেডানের রানার্সআপ হওয়ার পেছনে দারুণ কৃতিত্ব এই গোলরক্ষকের। ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কারই পেলেন তিনি।
চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরা ফরোয়ার্ড শেখ মোরসালিন গত মার্চের ফিফা উইন্ডোতে ছিলেন দলের বাইরে। তরুণ এই ফরোয়ার্ড ফিরেছেন জাতীয় দলে। তার মতো চোট কাটিয়ে ফিরেছেন রক্ষণের নির্ভরযোগ্য খেলোয়াড় কাজী তারিক রায়হান।
অস্ট্রেলিয়া ম্যাচে কার্ডের নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না বিশ্বনাথ ঘোষ ও মজিবুর রহমান জনি। তবে দুজনকে রেখেই স্কোয়াড দিয়েছেন কোচ। এছাড়া দলে ফেরার তালিকায় আছেন ডিফেন্ডার রিমন হোসেন, মেহেদি হাসান মিঠু, সুশান্ত ত্রিপুরা ও মোহাম্মদ আব্দুল্লাহ।
সাম্প্রতিক সময়ে চেনা মুখের মধ্যে চোটের কারণে দলে ঠাঁই হয়নি ফয়সাল আহমেদ ফাহিমের।
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১১ জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
এই দুই ম্যাচ উপলক্ষে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্যাম্পে রিপোর্টিং করবেন ফুটবলাররা। পরদিন শুরু হবে মাঠের অনুশীলন।
‘আই’ গ্রুপে ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে বাংলাদেশ। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ৭ ও ২ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফিলিস্তিন ও লেবানন। বাংলাদেশ ১ পয়েন্ট পেয়েছিল লেবাননের সঙ্গে কিংস অ্যারেনায় ১-১ ড্র করে।
বাংলাদেশ দল: মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, সুজন হোসেন, তপু বর্মণ, কাজী তারিক রায়হান, রিমন হোসেন, মেহেদি হাসান মিঠু, সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, কাজেম শাহ কিরমানি, মোহাম্মদ হৃদয়, চন্দন রয়, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ আব্দুল্লাহ, রফিকুল ইসলাম ও রাব্বী হোসেন রাহুল।