বাংলাদেশ প্রিমিয়ার লিগ
আরেক ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয় দিয়ে প্রিমিয়ার লিগে শেষ করেছে আগেই শিরোপা জেতা বসুন্ধরা কিংস।
Published : 29 May 2024, 06:25 PM
প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে আকর্ষণ ছিল মোহামেডান-আবাহনীর দ্বৈরথ ঘিরে। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে উঠল ম্যাচ। মর্যাদার লড়াইয়ে শেষ দিকের গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে রানার্সআপ হলো মোহামেডান।
আগেই লিগ শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। অস্কার ব্রুসনের দল শেষটা করল পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে; বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারাল ৩-১ গোলে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বুধবার আবাহনীকে ২-১ গোলে হারায় মোহামেডান। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো আলফাজ আহমেদের দল। ৪৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল কিংস। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় আবাহনী।
এই ম্যাচের আগে গোল পার্থক্যে মোহামেডান এগিয়ে থাকলেও পয়েন্ট সমান হওয়ায় আবাহনীর বিপক্ষে তাদের ম্যাচটি ছিল রানার্সআপ হওয়ার লড়াই। সেই লক্ষ্যে ম্যাচে শুরুটা ভালো হয়নি তাদের।
গোলমুখ থেকে মোহামেডানের সুলেমানে দিয়াবাতে টোকা দিতে ব্যর্থ হওয়ার একটু পর এগিয়ে যায় আবাহনী। দ্বাদশ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নারে ফ্লিক হেডে লক্ষ্যভেদ করেন ব্রুনো রোচা।
২১তম মিনিটে জামালের লম্বা ক্রসে কর্নেলিয়াস স্টুয়ার্ট হেডের চেষ্ট করেছিলেন, কিন্তু ঠিকঠাক না হওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি।
আট মিনিট পর সমতার স্বস্তি ফেরে মোহামেডানের তাঁবুতে। মোজাফ্ফরভের কর্নারে এমানুয়েল টনি ঠিকঠাক হেড করতে পারেননি, ডিফেন্ডাররাও পারেনি ক্লিয়ার করতে। জটলার ভেতর থেকে শরীর ঘুরিয়ে সাইড ভলিতে জাল খুঁজে নেন আরিফ হোসেন।
একটু পরই ভুল পাসে বক্সের ওপরে বল পেয়ে যান কর্নেলিয়াস। দূরপাল্লার শটে চেষ্টা করেন তিনি, কিন্তু পারেননি মোহামেডান গোলরক্ষকের পরীক্ষা নিতে।
৪০তম মিনিটে মোজাফ্ফরভের ফ্রি কিকে দিয়াবাতে বক্সে ভালো জায়গায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে আবাহনী। ৫৮তম মিনিট বাম দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা কর্নেলিয়াসের শট ফেরে পোস্ট কাঁপিয়ে।
৮৪তম মিনিটে দিয়াবাতে জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। ছয় মিনিট পর মোজাফ্ফরের বুদ্ধিদ্বীপ ছোট ফ্রি কিকের পর কয়েক জনের পা ঘুরে বল পেয়ে যান আরিফ। কোনাকুনি শটে মোহামেডানের জয়সূচক গোলটি করেন তিনি।
জয় দিয়ে লিগ শেষ করেছে শেখ জামাল। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে তারা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফর্টিস এফসি।
হেরেই লিগ শেষ করল ব্রাদার্স ইউনিয়ন। ঐতিহ্যের কঙ্কাল হয়ে যাওয়া গোপীবাগের দলটি বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে হেরেছে ২-০ গোলে। আগেই অবনবমন নিশ্চিত হয়ে যাওয়া ব্রাদার্স লিগ শেষ করল ১৮ ম্যাচে ১ জয় ও চার ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে।