স্প্যানিশ ফুটবল
২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।
Published : 01 Nov 2024, 12:04 AM
বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ফের্মিন লোপেস। স্প্যানিশ এই মিডফিল্ডারের চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়াল কাতালান ক্লাবটি।
২১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সেলোনা। রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।
পেশির চোটের কারণে এই মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত কেবল ৬টি ম্যাচ খেলতে পেরেছেন ফের্মিন। গত সপ্তাহে ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয়ের ম্যাচে তিনি খেলেন ৪৫ মিনিট। এর আগে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের জয়ে অ্যাসিস্ট করেন দুটি।
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ফের্মিন প্রথমবার মূল দলে সুযোগ পান গত মৌসুমে। উজ্জ্বল পারফরম্যান্সে দ্রুতই দলে জায়গা পাকা করেন তিনি, ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে গোল করেন ১১টি।
বার্সেলোনার সেবার শিরোপাহীন মৌসুম কাটলেও, স্পেনের হয়ে ফের্মিন জেতেন ২০২৪ ইউরো। প্রতিযোগিতাটিতে খুব বেশি খেলার সুযোগ না পেলেও, প্যারিস অলিম্পিকসের ফুটবলে অনূর্ধ্ব-২৩ দলের সোনা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
এই মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রেয়ালের থেকে তারা এগিয়ে আছে ৬ পয়েন্টে।