চ্যাম্পিয়ন্স লিগ
Published : 05 May 2025, 08:16 PM
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে চেষ্টার কোনো কমতি রাখতে চায় না ইন্টার মিলান। বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগে সামর্থ্যের চেয়েও বেশি দিয়ে লড়ার প্রত্যয় ইতালিয়ান দলটির ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনির।
সেমি-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। সান সিরোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
প্রথম লেগে বার্সেলোনার মাঠে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারেনি ইন্টার। রোমাঞ্চকর লড়াইটি ড্র হয় ৩-৩ গোলে।
ওই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আসছে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চায় সেরি আর দলটি, সোমবার সংবাদ সম্মেলনে বললেন বাস্তোনি।
“আমরা ২০০ শতাংশ চেষ্টা করব। প্রতিটা খেলোয়াড়ই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলতে চায়। প্রথম লেগ থেকে আমরা শিখেছি। শেখার জন্য আমাদের ভুলগুলো নিয়ে ভাবতে হবে।”
সান সিরোয় দর্শকরা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাস্তোনি। কঠিন মুহূর্তে সমর্থকদের পাশে চান ২৬ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার।
“সমর্থকদের প্রতি অনুরোধ? বার্সেলোনা যেভাবে খেলে, সেই বিবেচনায় অনেক কঠিন মুহূর্ত আসবে। সেই মুহূর্তগুলোতে আমাদের সকল সমর্থকের সমর্থনের প্রয়োজন হবে। সমর্থকদের অবশ্যই উজ্জীবিত থাকতে হবে এবং আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে।”
তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার সবশেষ ফাইনালে খেলেছে ২০২৩ সালে; ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই ম্যাচে হেরেছিল দলটি।