লা লিগা
ভালেন্সিয়ার বিপক্ষে ৭-১ গোলে জয়ের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না বার্সেলোনা কোচ।
Published : 27 Jan 2025, 03:16 PM
চার ম্যাচ পর লা লিগায় জয় পাওয়ার উচ্ছ্বাস আছে। প্রতিপক্ষের জালে ৭ গোল দেওয়ার খুশিও আছে। তবে এ সবে ভেসে যাচ্ছেন না হান্সি ফ্লিক। বড় জয়ের পরও পা মাটিতেই রাখছেন বার্সেলোনা কোচ।
ঘরের মাঠে রোববার রাতে একপেশে ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে ৭-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফের্মিন লোপেস। একটি করে গোল করে অবদান রেখেছেন রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ং ও ফেররান তরেস। অন্য গোলটি আত্মঘাতী।
শুরু থেকে শেষ পর্যন্ত কেবল আক্রমণই করে গেছে বার্সেলোনা। তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর রক্ষণ নিয়ে ভাবতে হয়নি তাদের। প্রায় নিখুঁত ম্যাচ খেলেই নিজেদের সামর্থ্যের আরেকটি প্রদর্শনী মেলে ধরেছে ফ্লিকের দল।
নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজনকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ। কিন্তু তাদের অভাব একদমই বুঝতে দেননি অনিয়মিত খেলোয়াড়রা। বেঞ্চের খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ ফ্লিক।
“খেলোয়াড়রা প্রাণশক্তি দেখিয়েছে। ওরা চমৎকার একটি ম্যাচ খেলেছে, খুব ভালো কাজ দেখিয়েছে। আমার দলের পারফরম্যান্স আমার পছন্দ হয়েছে।”
“বেছে নেওয়ার জন্য এতে মানসম্মত খেলোয়াড় থাকাটা আমার জন্য কোনো সমস্যা নয়। এটা ভালো। ম্যাচজুড়ে সবাই অনবদ্য ও খুবই নিবেদিত ছিল।”
এদিন বার্সেলোনার আক্রমণের প্রাণ ছিলেন লোপেস। দুটি গোল করার পাশাপাশি অবদান রেখেছেন দুই গোলে। কোচের প্রশংসা পেলেন এই তরুণ।
“সে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। বল পায়ে সে খুব ভালো ছিল এবং খুব ভালো ফিনিশ করেছে।”
ইনিয়াকি পেনিয়াকে পেছনে ফেলে ভালেন্সিয়ার বিপক্ষে পোস্টের নিচে ছিলেন ভয়চেখ স্ট্যান্সনি। ফ্লিক বললেন, এই দুই জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্তটা তাদের জন্য মোটেও সহজ নয়।
“পেনিয়ার জন্য এটা খুব কঠিন পরিস্থিতি। ইনিয়াকি ও স্ট্যান্সনি কী দিতে পারে, আমরা সব সময়ই এই তুলনাটা করি। এটা কোনো বিতর্ক নয়, তারা দুইজনই ভালো। এটা একটা অনুভূতি… আর আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়। আমার মনে হয়, তাকে খেলানোর সিদ্ধান্ত সঠিক।”
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার মুখোমুখি হবে বার্সেলোনা। পরে রোববার লা লিগায় তারা খেলবে আলাভেসের বিপক্ষে।