ইংলিশ ফুটবল
চোট সমস্যার প্রভাব থাকলেও সেটাকে খুব বড় করে দেখছেন না ক্লাবটির মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান।
Published : 12 Apr 2025, 03:49 PM
অনেকের মতে, ম্যানচেস্টার সিটির এবার মৌসুম জুড়ে ব্যর্থতার কারণ একের পর এক চোটের ছোবল। কেউ বা আবার কারণ খোঁজেন, ‘স্কোয়াডের বয়স’ বেড়ে যাওয়ার মাঝে। তবে, ইলকাই গিনদোয়ানের চোখে এসবের কিছুই নয়। সিটি মিডফিল্ডারের মতে, সমস্যাটা আসলে ‘আচরণগত’; নিজেদের মাঝে সেই আগের তাড়না বা জয়ের ক্ষুধা আর দেখছেন না তিনি।
পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে প্রিমিয়ার লিগের গত সাত মৌসুমের ছয়বারের চ্যাম্পিয়ন সিটি। গতবার ট্রফি উঁচিয়ে ধরে তারা গড়ে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার। সেই দলই এবার শিরোপা লড়াইয়ের ধারেকাছে নেই!
টানা বাজে পারফরম্যান্সে অনেক আগেই মুকুট ধরে রাখার লড়াই থেকে ছিটকে পড়ে তারা। এখন লিগ টেবিলের শীর্ষ পাঁচে থেকে, আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্যই ঘাম ঝরাতে হচ্ছে তাদেরকে।
দলের এতটা বাজে অবস্থার পেছনে পুরো মৌসুমের জন্য তারকা মিডফিল্ডার রদ্রির ছিটকে পড়ার মতো ঘটনার প্রভাব আছে বটে, গিনদোয়ান সেটা মানছেন। কিন্তু গত মৌসুমগুলোয় দলের সবার মধ্যে যে আকাঙ্ক্ষা দেখা গেছে, এবার মাঝেমধ্যেই তার বড় ঘাটতি ছিল মনে করেন এই জার্মান ফুটবলার। ইএসপিএনের সঙ্গে আলাপকালে কোনোরকম রাখঢাক না করেই বললেন তিনি।
“অনেক ম্যাচের সময় আমার মনে হয়েছে, আমরা যেন ট্যাকটিকস নিয়ে একটু বেশিই ভেবেছি এবং খেলোয়াড়দের মনোভাবে তেমন একটা মনোযোগ দেইনি।”
“দলে সেই দৃঢ়তা ধরে রাখা, (জয়ের) তীব্র আকাঙ্ক্ষা, বিধ্বংসী মনোভাব (এসবের ঘাটতি ছিল)। ছোট ছোট সেই বিয়য়গুলো, খেলায় যা (গুরুত্বপূর্ণ) অংশ; কিন্তু হয়তো আমরা (সেসব নিয়ে একেবারেই না ভেবে) মাঠে নিজের পজিশন ঠিক রাখা বা এমন বিষয় নিয়ে বেশি ভেবেছি। হয়তো মন থেকে সেই বিষয়গুলো হারিয়ে গিয়েছিল, যা খুব স্বাভাবিকভাবেই সবার মধ্যে থাকা উচিত।”
নভেম্বর-ডিসেম্বরের চরম ব্যর্থতার পর একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গুয়ার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচ অপরাজিত আছে দলটি; এর মধ্যে অবশ্য প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচের মাত্র একটি জিতেছে তারা।
লিগের বাকি সাত রাউন্ডে তাদের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, শীর্ষ পাঁচে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।
সাধারণত লিগের শীর্ষ চার দল ইউরোপ সেরার প্রতিযোগিতার টিকেট পেলেও, গত বুধবার এবারের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের জয়ে নিশ্চিত হয়ে গেছে, উয়েফার ‘অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং’এ ইংল্যান্ডের শীর্ষ দুইয়ে থাকা। আর এর ফলেই, আগামী মৌসুম চারটি নয়, প্রিমিয়ার লিগ থেকে টেবিলের প্রথম পাঁচ দল সরাসরি খেলবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে।
৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচ নম্বরে নিউক্যাসল ইউনাইটেড, একটি ম্যাচ আবার কম খেলেছে তারা। নিউক্যাসলের সমান ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ৩১ ম্যাচ খেলা চেলসি।
শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেছে লিভারপুল; ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানের আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট বেশি।