স্প্যানিশ ফুটবল
দুই দলের আপিল খারিজ হয়ে যাওয়ায় নতুন করে নির্ধারিত সূচিতেই হবে লা লিগার ম্যাচটি।
Published : 20 Mar 2025, 08:15 PM
সূচি বদলের জন্য আপিল করেও লাভ হলো না বার্সেলোনা ও ওসাসুনার। বার্সেলোনা দলের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দুই দলের স্থগিত হয়ে যাওয়া লা লিগার ম্যাচটির জন্য ঘোষিত নতুন সূচিতেই হবে খেলা। ফলে, এই ম্যাচে রাফিনিয়া ও রোনাল্দ আরাউহোকে বার্সেলোনার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বার্সেলোনার মাঠে গত ৮ মার্চ হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচের কয়েক ঘন্টা আগে টিম হোটেলে মারা যান কাতালান দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া। ততক্ষণে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল দুই দলের খেলোয়াড়রা। খেলা শুরুর নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয়।
ম্যাচটির জন্য আগামী ২৭ মার্চ তারিখ নির্ধারণ করার কথা গত সোমবার জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দুই দলই। কিন্তু তাদের সেই আপিল খারিজ করে দিয়েছে আরএফইএফ।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ে তাদের এই মাসে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে ২৫ মার্চ। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও উরুগুয়ের ডিফেন্ডার আরাউহোকে ছাড়াই হয়তো ওসাসুনার বিপক্ষে খেলতে হবে বার্সেলোনাকে।
এমনিতে ২৮ মার্চ অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে খেলতে যাওয়ার কথা ছিল ওসাসুনার। তাদের এই ম্যাচটি হবে এখন ৩০ মার্চ।
২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে, ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে আছে। মাদ্রিদের দুই দল একটি করে ম্যাচ বেশি খেলেছে।
বার্সেলোনার সমান ২৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ওসাসুনা।