ইংলিশ প্রিমিয়ার লিগ
দারুণ এই জয়ে দলটির কোচ এরিক টেন হাগের ওপর থেকে চাপও নিশ্চয় কিছুটা সরল।
Published : 19 Oct 2024, 10:07 PM
ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথমার্ধের ব্যর্থতা বিরতির পর ঝেড়ে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। সমতায় ফেরার পর আক্রমণের তীব্রতায় দ্রুত দ্বিতীয় গোলও আদায় করে নিল তারা। পাঁচ ম্যাচ পর জয়ের পথে ফিরল এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আলেহান্দ্রো গার্নাচোর গোলে ইউনাইটেড সমতায় ফেরার পর ব্যবধান গড়ে দেন রাসমুস হয়লুন।
প্রবল চাপের মুখে ঘরের মাঠে নেমে এবারও শুরুতে ঠিক ছন্দে দেখা যায়নি ইউনাইটেডকে। ভালো কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা, উল্টো বিরতির আগে গোল হজম করে। পরে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার পাশাপাশি, ছন্দে ফেরার আভাস দিল দলটি।
প্রিমিয়ার লিগে টানা চার ও সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল ইউনাইটেড।
চোট শঙ্কা কাটিয়ে ফেরা গার্নাচো প্রথম আধা ঘণ্টা পর পাল্টা আক্রমণে দারুণ দুটি সুযোগ পান; কিন্তু প্রথমবার উড়িয়ে মারার কয়েক মিনিট পর দুর্বল শটে হতাশ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এর মাঝে মাথায় প্রচণ্ড আঘাত পান মাটাইস ডি লিখট, গাল পেয়ে তার রক্ত পড়তে দেখা যায়। সাইডলাইনে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন এই ডিফেন্ডার। মাঠে তখন ১০ জন নিয়ে খেলছিল ইউনাইটেড, এই সময়েই গোল খেয়ে বসে দলটি।
পাঁচ মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল সবার ওপরে লাফিয়ে হেডে জালে পাঠান জ্যামাইকার ডিফেন্ডার ইথান পিনক।
বিরতির পর খেলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যে দলকে সমতায় ফেরান গার্নাচো। মার্কাস র্যাশফোর্ডের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোলটি করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড।
তিন মিনিট পর দ্বিতীয় গোলও পেতে পারতেন গার্নাচো। তবে, এবার তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। চাপ ধরে খেলতে থাকা ইউনাইটেডের ৬০তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয়; ব্রুনো ফের্নান্দেসের শট রুখে দেন গোলরক্ষক।
এর দুই মিনিট পরই দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলটিতে দারুণ অবদান অধিনায়ক ফের্নান্দেসের। সতীর্থের পাস পেয়ে বুদ্ধিদীপ্ত ছোঁয়ায় পেছনে ঠেলে দেন তিনি, বক্সে বল ধরে দারুণ ক্ষিপ্রতায় সামনে এগিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন হয়লুন।
এবারের লিগে ২১ বছর বয়সী ডেনিশ ফরোয়ার্ডের এটা প্রথম গোল।
ব্যবধান বাড়ানোর পরে আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। তবে, এই জয় দলটির জন্য দারুণ স্বস্তি ও আনন্দের।
লিগে আট ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। সঙ্গে দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠেছে ইউনাইটেড।
তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ১২ নম্বরে ব্রেন্টফোর্ড।
সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।