নেশন্স লিগ
ইসরায়েলের বিপক্ষে জিতলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন দলটির কোচ দমিনিকো তেদেস্কো।
Published : 07 Sep 2024, 05:38 PM
জয় দিয়ে উয়েফা নেশন্স লিগ শুরু করেছে বেলজিয়াম, কিন্তু ইসরায়েলের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি দোমেনিকো তেদেস্কো। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে উন্নতির অনেক জায়গা দেখছেন বেলজিয়াম কোচ।
নেশন্স লিগের গ্রুপ পর্বের খেলায় শুক্রবার ইসরায়েলকে ৩-১ গোলে হারায় বেলজিয়াম। দলটির অধিনায়ক কেভিন ডে ব্রুইনে করেন দুই গোল, আরেকটি ইউরি টিলেমানস।
ম্যাচটির শুরুতে ছন্দময় ছিল বেলজিয়াম। ২১তম মিনিটে ম্যানচেস্টার সিটি তারকা ডে ব্রুইনের গোলে এগিয়েও যায় তারা। কিন্তু এরপর হয় ছন্দপতন, ৩৬তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে দলটি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর কিছুটা ধার ফিরে পায় বেলজিয়াম। তাতে ৪৮তম মিনিটে টিলেমানসের গোলে ফের এগিয়ে যায় তারা। চার মিনিট পর ডে ব্রুইনে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান। বাকি সময়ে আর গোল না পেলেও কাঙিক্ষত জয় ঠিকই তুলে নেয় বেলজিয়াম।
তবে সহজ প্রতিপক্ষ পেয়েও প্রত্যাশিত দাপট দেখাতে পারেনি গত ইউরোতে শেষ ষোলো থেকে বাদ পড়া বেলজিয়াম। তাদের পরের ম্যাচ ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিপক্ষে। ম্যাচটি যে আরও কঠিন হবে, ভালো করেই জানেন তেদেস্কো। ইসরায়েল ম্যাচ শেষে তাই উন্নতির তাগিদ দিলেন তিনি।
“আমরা ভালো শুরু করেছিলাম এবং দ্রুত গোলও করেছিলাম। কিন্তু ওই গোলের পর আমরা কিছুটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি।”
“সৌভাগ্যবশত, বিরতির পর আমরা আরও ধারাল ছিলাম। লাইন ধরে আক্রমণে ওঠার এবং প্রতিপক্ষকে আরও বেশি চাপ দেওয়ার সাহস দেখিয়েছিলাম, যাতে করে আবারও বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পারি। এটা ইতিবাচক লক্ষণ।”
আগামী সোমবার ফ্রান্সের ঘরের মাঠ লিওঁতে স্বাগতিকদের মুখোমুখি হবে বেলজিয়াম।