লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না পিএসজি। পায়ের পেশির চোটে ক্লেহমোঁর বিপক্ষে খেলতে পারবেন না এই ফরাসি ফরোয়ার্ড।
২০২২-২৩ মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত একটায় ক্লেহমোঁর মাঠে খেলবে পিএসজি। ম্যাচটির জন্য আগের দিন ঘোষিত ২১ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি এমবাপেকে।
বিশ্বকাপজয়ী তারকা ঠিক কবে চোট পেয়েছেন, তা জানানো হয়নি। ৭২ ঘণ্টার মধ্যে তার চোটের বিষয়ে পরবর্তী আপডেট দেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে।
ইসরায়েলের তেল আবিবে গত রোববার নঁতের বিপক্ষে ফরাসি সুপার কাপ জয়ের ম্যাচে এমবাপে খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। পিএসজির কোচ হিসেবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ৪-০ গোলের জয়ে শিরোপার হাসিতে পথচলা শুরু হয় ক্রিস্তফ গালতিয়ের।
ওই ম্যাচে দুই গোল করেন নেইমার, একটি করে লিওনেল মেসি ও সের্হিও রামোস। তারা সবাই ক্লেহমোঁর বিপক্ষে ম্যাচের দলে আছেন।