এশিয়ান কাপ বাছাই
মাঠের লড়াইয়ে নামার কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
Published : 25 Mar 2025, 04:47 PM
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন কাজেম শাহ কিরমানি।
শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল।
২০১৯ সালের পর এই প্রথম ভারতের মাঠে খেলবে বাংলাদেশ। সেবার কলকাতার সল্টলেকে জয়ের আশা জাগিয়েও শেষ দিকে গোল হজম করে ১-১ ড্র করেছিল সফরকারীরা।
গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে কুঁচকির চোটে মিডফিল্ডার কিরমানির দল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আমের খান।
“ডান কুঁচকিতে আগে থেকেই ব্যথা ছিল। কাল রাতে অনেক বেড়েছে ব্যথা। এ কারণে ভারতের বিপক্ষে তার খেলা হচ্ছে না।”
অবশ্য মাঝমাঠে নির্ভরযোগ্য সেনানির অভাব নেই কাবরেরার হাতে। জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা জুনিয়র, মজিবুর রহমান জনি ও মোহাম্মদ হৃদয়সহ আরও অনেক বিকল্প আছে বাংলাদেশ কোচের হাতে।