ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মতে, আগামী দুই বছরের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার ভাবনাটাই পাগলামি।
Published : 05 Apr 2025, 12:32 PM
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা খরা এবার স্পর্শ করতে যাচ্ছে ১২ বছর। সেই খরার অবসানের সম্ভাবনা আগামী বছর তো নয়ই, আগামী দুই বছরেও দেখেন না হুবেন আমুরি। এই ভাবনাটাই আপাতত পাগলামো মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের কাছে। তার লক্ষ্য আপাতত লড়িয়ে হয়ে ওঠা ও আগামী মৌসুমে আরও উন্নতি করা।
প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি সবশেষ ট্রফির ছোঁয়া পেয়েছে ২০১২-১৩ মৌসুমে। এবার আট ম্যাচ বাকি থাকতে লিগের পয়েন্ট তালিকায় আছে তারা ১৩ নম্বরে।
রোববার ম্যানচেস্টার ডার্বিতে ঘরের মাঠে সিটির মুখোমুখি হবে তারা। ম্যাচের আগে পুরোনো কথাই আবার মনে করিয়ে দিলেন কোচ।
এই মৌসুমে আমুরি বেশ কবারই বলেছেন, নিকট ভবিষ্যতে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের স্বপ্ন দেখা হবে অলীর কল্পনার মতো। নগর চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ের আগেও নিজেদের বাস্তবতা আরেকবার মনে করিয়ে দিলেন ইউনাইটেড কোচ।
“আমরা অনেক কিছু করছি, কিছুটা মান তুলে ধরছি, কখনও কখনও আমরা ফুটবলার বদলাচ্ছি, কাজেই আমাদের নতুন মানের সঙ্গে তাদের মানিয়ে নিতে হবে।”
“আমি জানি, এক বছরের মধ্যে এসব করা খুব কঠিন। আমি বলছি না যে, আগামী বছরই শিরোপা জিতব। আমি পাগল নই। আমরা এখন লড়াই করছি আগামী বছর আরও অনেক ভালো হয়ে উঠতে এবং সেটিই আমাদের লক্ষ্য।”
এবার লিগে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলা লিভারপুল, দুইয়ে থাকা আর্সেনাল, গত কয়েক বছরের সফলতম দল ম্যানচেস্টার সিটির মতো দলগুলি এখনও অনেক এগিয়ে আছে বলেই মনে করেন আমুরি। নিজেদেরউন্নদিতর তাড়না থাকলেও বাস্তবে তাড়াহুড়োর জায়গা দেখেন না কোচ।
“আমি জানি যে, আগামী বছর বা আগামী দুই বছরে সবচেয়ে বড় দাবিদার (শিরোপার) আমরা হব না। অনেক কিছু করার বাকি আছে আমাদের। যদিও তাড়া কম নেই। তবে লড়িয়ে হয়ে উঠতে অনেক বছর লেগে যাবে, এমনটি ভাবতে চাই না। এভাবে ভাবতে পারব না, সামলাতেও পারব না। আমি তেমন নই।”
“শুধু ম্যানচেস্টার সিটিই নয়, আরও বেশ কটি দল এমন জায়গায় আছে যে, তাদেরকে ধরতে হবে আমাদের। আগামী মৌসুমেও নিশ্চিতভাবে আরও উন্নতি করবে তারা। আমি স্রেফ নিজেদের শক্তিমত্তায় মনোযোগ রাখতে চাই, এরপর ক্লাবকে ব্যবহার করতে চাই বড় দু-একজন ফুটবলার দলে আনতে। বড় ফুটবলার বলতে অনেক সময় এমন কেউ হতে পারে, আপনাদের (সংবাদমাধ্যম) ভাবনার চেয়ে যা ভিন্ন।”