কিশোরগঞ্জে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন আলী ইমাম মজুমদার।
Published : 05 Apr 2025, 09:58 PM
চাল ও গম মিলিয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে দাবি করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেছেন, “গত বছর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন জেলায় অকাল বন্যার কারণে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে বিদেশ থেকে ব্যাপক চাল আমাদানি করতে হয়েছে; যা এখনো অব্যাহত রয়েছে।
“তবে এবার চাল ও গম মিলিয়ে আল্লাহর রহমতে দেশের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। মজুত নিয়ে কোনও আশঙ্কা নেই। আর কয়েকদিন পরে বোরো ওঠা শুরু হলে মজুদ পরিস্থিতি আরও নিরাপদ হবে।”
শনিবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরে বোরো ধান ক্ষেত পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হাওরের ভাতশালা গ্রামে সভায় জলাভূমি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ইজারাদাররা বিলগুলো মেরে ফেলেছেন। তারা মাছের রেনু ও ডিম নষ্ট করে ভবিষ্যৎ মৎস্য উৎপাদনকে হুমকির মুখে ফেলে দিয়েছেন।
বিল রক্ষায় ইজারাদারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা।
এ ছাড়া হাওর এলাকায় সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধানে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রকল্পের আওতা আরও বাড়ানো হবে বলে জানান আলী ইমাম মজুমদার।
এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান এবং উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার উপস্থিত ছিলেন।