জার্মান ফুটবল
এই ম্যাচে তরুণ ফুটবলার জামাল মুসিয়ালাকে পাচ্ছে না বায়ার্ন মিউনিখ।
Published : 10 Jan 2025, 08:17 PM
পাঁজরের চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত মানুয়েল নয়ার। বরুশিয়া মনশেনগ্লাডবাখ ম্যাচে বায়ার্ন মিউনিখের পোস্টে দাঁড়াবেন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক।
বুন্ডেসলিগায় শনিবার মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে বায়ার্ন। আগের দিন সংবাদ সম্মেলনে এই ম্যাচ দিয়ে নয়ারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
গত ৩ ডিসেম্বর জার্মান কাপে বায়ার লেভারকুজেনের বিপক্ষে একটি চ্যালেঞ্জের সময় পাঁজরের হাড় ভাঙে নয়ারের। ওই ফাউলের জন্য ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেন তিনি।
নয়ারের অনুপস্থিতিতে বায়ার্নের গোলরক্ষকের দায়িত্ব পালন করেন ইসরায়েলের ডানিয়েল পেরেটস। চলতি সপ্তাহের শুরুতে অনুশীলনের সময় তার অ্যাঙ্কেল মচকে যায়। তাতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে পড়েন তিনি।
এই ম্যাচে জামাল মুসিয়ালাকে পাচ্ছে না বায়ার্ন। এখন পর্যন্ত লিগে ৯টি গোল করা এই অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লুতে আক্রান্ত।
বুন্ডেসলিগায় ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। দুইয়ে থাকা শিরোপাধারী লেভারকুজেন থেকে ৪ পয়েন্ট এগিয়ে তারা।