ইংলিশ ফুটবল
চোট কাটিয়ে দুই মাসের বেশি সময় পর ইংলিশ ক্লাবটির জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিলিয়ান গোলরক্ষক।
Published : 10 Dec 2024, 03:39 PM
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন আলিসন। এখন অপেক্ষা মাঠে ফেরার। চ্যাম্পিয়ন্স লিগের আসছে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে শুরুর একাদশে খেলার জন্যও প্রস্তুত মনে করছেন লিভারপুল কোচ আর্না স্লট।
ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার স্পেনের ক্লাব জিরোনার মুখোমুখি হবে লিভারপুল। এই লড়াইয়ের জন্য আলিসনকে স্কোয়াডে রেখেছেন স্লট।
গত অক্টোবরের শুরুতে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান আলিসন। ওই ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন ৩২ বছর বয়সী গোলরক্ষক। সেই থেকে বাইরে আছেন তিনি।
আলিসনের অনুপস্থিতিতে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন কুইভিন কেলেহার। আইরিশ গোলরক্ষককে তাই প্রশংসায় ভাসাতে ভোলেননি স্লট। জিরোনা ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে তার কণ্ঠে ঝরল আলিসনকে ফিরে পাওয়ার স্বস্তিও।
“সে ফিট। তাকে ফিরে পাওয়া এবং তার খেলার জন্য প্রস্তুত থাকাটা অবশ্যই দারুণ ব্যাপার। তবে তার বদলি খেলোয়াড় এতদিন যেমন পারফর্ম করেছে, এর চেয়েও ভালো করা সহজ হবে না। তাই আমরা একই ধরনের পারফরম্যান্স আশা করছি, সম্ভব হলে একটু বেশি ভালো। কিন্তু কুইভিন কেলেহার খুবই ভালো করেছে। তাই আমরা বলতে পারি আমাদের দুইজন দারুণ গোলরক্ষক আছে, যারা আমাদের জন্য কাজটি করতে পারে।”
“কিন্তু এত বছর ধরে আলিসন ক্লাবের হয়ে এতটাই অসাধারণ পারফর্ম করছে যে, আমরা আশা করছি সামনের সপ্তাহ ও মাসগুলোতে সে একই কাজ করবে।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন কেলেহার। এর অর্ধেক ম্যাচেই অক্ষত রেখেছেন তিনি জাল। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদ ও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি লড়াই। দুটি ম্যাচই জিতেছিল লিভারপুল।
তবে লিভারপুলের সবশেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে বড় ভুল করেছিলেন তিনি। যার মাশুল দিতে হয় দলকে, ৩-৩ সমতায় শেষ হয় লড়াই।
স্লট আগেই নিশ্চিত করেছিলেন, আলিসন শতভাগ ফিট হলে পোস্টে ফিরবেন। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের নিখুঁত পথচলা অব্যাহত রাখার অভিযানে জিরোনা ম্যাচে তাকে শুরুর একাদশে খেলাতে পারেন কোচ।
স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার আগে দলের সঙ্গে সোমবার অনুশীলন করেছেন আলিসন। বিমানে থাকাকালীন একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফিরতে পেরে খুবই ভালো লাগছে।’
গত ২০ অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন লিভারপুলের দিয়োগো জটা। সোমবার তিনিও দলের সঙ্গে অনুশীলন করেছেন, তবে জিরোনা ম্যাচের ১৯ জনের দলে পর্তুগিজ ফরোয়ার্ডকে রাখেননি স্লট। অসুস্থ থাকায় দলে নেই ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসাও।
প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগেও আছে সবার ওপরে। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটি জিতেছে দলটি।