ফিফা
কার্লো আনচেলত্তির সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল স্কালোনি, লুইস দে লা ফুয়েন্তে, পেপ গুয়ার্দিওলা ও শাবি আলোন্সো।
Published : 29 Nov 2024, 04:40 PM
চোটজর্জর দল নিয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে রেয়াল মাদ্রিদকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া কার্লো আনচেলত্তি ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে জায়গা পেয়েছেন। পুরুষ ফুটবলে সেরা কোচ নির্বাচনে সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী আরও চার জন।
বর্ষসেরা কোচ ও খেলোয়াড়ের জন্য মনোনীত হওয়াদের নাম শুক্রবার প্রকাশ করেছে ফিফা। কোচদের মধ্যে আনচেলত্তি ছাড়াও সেরার লড়াইয়ে আছেন লিওনেল স্কালোনি, লুইস দে লা ফুয়েন্তে, শাবি আলোন্সো ও পেপ গুয়ার্দিওলা।
২০২৩ সালের ২১ অগাস্ট থেকে ২০২৪ সালের ১০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয়েছে এই তালিকা।
কার্লো আনচেলত্তি
গত মৌসুমে চোটের থাবায় একের পর এক খেলোয়াড় হারায় রেয়াল। সেরা দল নিয়ে তাই বেশিরভাগ সময়ই মাঠে নামতে পারেনি তারা। তবে ক্ষুরধার কৌশলে পারফরম্যান্সে এর ছাপ পড়তে দেননি আনচেলত্তি।
২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে রেয়াল। গত মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়নও হয় তারা; দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে মৌসুম শেষ করে ৯৫ পয়েন্ট পাওয়া দলটি। আর গত জানুয়ারিতে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে তারা।
লিওনেল স্কালোনি
কোচিং ক্যারিয়ারে গত কয়েক বছরের অবিশ্বাস্য যাত্রায় এবার স্কালোনির মুকুটে আরকটি পালক যোগ হয়েছে। তার কোচিংয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে ১-০ গোলে জিতে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে আর্জেন্টিনা।
প্রতিযোগিতার আগের আসরের শিরোপাও স্কালোনির কোচিংয়ে জিতেছিল তারা। মহাদেশ সেরার এই দুই ট্রফির মাঝে ২০২২ সালে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দলটি বিশ্বকাপ জেতে তার কোচিংয়েই।
লুইস দে লা ফুয়েন্তে
লুইস এনরিকের বিদায়ের পর স্পেনের দায়িত্ব নিয়ে দলটিকে পুরোপুরি বদলে দিয়েছেন লা ফুয়েন্তে। নিজেদের চিরচেনা ছোট ছোট পাসে গড়া আক্রমণের কৌশল ভুলে, তার কোচিংয়ে গতিময় ফুটবলে সরাসরি আক্রমণে ওঠার কৌশল রপ্ত করে নিজেদের নতুন করে চেনায় স্প্যানিশরা। এতে ধরা দেয় সাফল্যও। গত জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রেকর্ড চতুর্থ শিরোপা ঘরে তোলে দলটি।
শাবি আলোন্সো
গত মৌসুমে আলোন্সোর কোচিংয়ে ফুটবল বিশ্বে চমক দেখায় বায়ার লেভারকুজেন। অপরাজিত থেকে বুন্ডেসলিগায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। ২০২৩-২৪ মৌসুমের জার্মান কাপও জেতে দলটি। রানার্স-আপ হয় উয়েফা ইউরোপা লিগে। বুন্ডেসলিগার মৌসুমে সেরা কোচের পুরস্কার জেতেন আলোন্সো।
পেপ গুয়ার্দিওলা
গত মৌসুমে গুয়ার্দিওলার কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয়, ২০২৩ সালে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা এবং গত মৌসুমের এফএ কমিউনিটি শিল্ড ট্রফিও জেতে দলটি।
সাফল্যে ভরা মৌসুম কাটানোয় প্রিমিয়ার লিগের মৌসুমে সেরা কোচও নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন
ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি এবং আরও ১০ জন